spot_img

সোনামসজিদ স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ

অবশ্যই পরুন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে সাতদিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি। শনিবার (১৫ জুন) থেকে ২১ জুন পর্যন্ত বন্ধ থাকবে এ বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে এ সময়ে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা যাতায়াত করতে পারবেন। আগামী ২২ জুন সকাল থেকে যথারীতি বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি কাজী শাহাবুদ্দিন বলেন, আগামী ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত সোনামসজিদ স্থলবন্দরে সকল ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। সিঅ্যান্ডএফ এজেন্ট ও ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ২২ থেকে বন্দরে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

এদিকে ঈদুল আজহায় স্থলবন্দর ছুটি থাকলেও ভারত-বাংলাদেশের যাত্রী পারাপারের জন্য ইমিগ্রেশন সেবা চালু থাকবে বলে জানান স্থলবন্দরের ইমিগ্রেশন অফিসার এসআই জাফর ইকবাল।

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে অর্থোডক্স ইহুদি তরুণদের সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক

অর্থোডক্স ইহুদি তরুণদের সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক করে আইন প্রনয়নের নির্দেশ দিয়েছে ইসরায়েলের সুপ্রিম কোর্ট। মঙ্গলবার (২৫ জুন) এমনটা জানিয়েছে...

এই বিভাগের অন্যান্য সংবাদ