spot_img

মেক্সিকোতে নির্বাচনী জনসভার মঞ্চ ভেঙে নিহত ৯

অবশ্যই পরুন

মেক্সিকোতে একটি নির্বাচনী জনসভা চলাকালীন মঞ্চ ভেঙে পড়ে প্রাণ হারিয়েছেন ৯ জন। এছাড়া গুরুতর আহত হয়েছে আরও অন্তত ৫০ জন। বুধবার (২২ মে) দেশটির উত্তরাঞ্চলের নুয়েভো লিয়ন শহরে ঘটনাটি ঘটে। খবর, রয়টার্স।

জানা যায়, সেখানে সিটিজেন্স মুভমেন্ট পার্টির নির্বাচনী জনসভা চলছিল। আগামী ২ জুন মেক্সিকোতে অনুষ্ঠিত হবে দেশটির সাধারণ নির্বাচন। জনসভার দিন এমনিতেই আবহাওয়া ছিল বৈরি। গুড়িগুড়ি বৃষ্টি পড়ছিল। তবুও এর মধ্যেই চলতে থাকে সমাবেশ। একপর্যায়ে হঠাৎই শুরু হয় ঝোড়ো হাওয়া, সেইসাথে মুষলধারে বৃষ্টি। সমাবেশে অনেক মানুষ থাকায় ভিড়-ঠেলাড়ঠেলির মধ্যে ভেঙে পড়ে মঞ্চ। সেখানে চাপা পড়ে অনেকে। এতে প্রাণ হারায় ৯ জন, যাদের মধ্যে রয়েছে এক শিশুও।

উল্লেখ্য, আহতদের মধ্যে বেশ কয়েকজন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। স্টেজ ভেঙে পড়ার ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সর্বশেষ সংবাদ

ঈদের দিনেও রাফায় ইসরাইলের হামলা

ঈদের দিনেও রাফায় হামলা করেছে ইসরাইল। এতে দুই ফিলিস্তিনি নিহত হয়েছে। রোববার (১৬ জুন) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক...

এই বিভাগের অন্যান্য সংবাদ