spot_img

যুক্তরাষ্ট্রে ইসরাইলবিরোধী সমাবেশ থেকে গ্রেফতার প্রায় ২৫০০

অবশ্যই পরুন

মার্কিন যুক্তরাষ্ট্রে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ইসরাইলবিরোধী সমাবেশ থেকে প্রায় আড়াই হাজার বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে।

রোববার সিএনএন জানিয়েছে, গত ১৮ এপ্রিল থেকে গ্রেফতারের সংখ্যা ২ হাজার ২০০ ছাড়িয়ে গেছে। এদিকে, ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেফতারের সংখ্যা ২ হাজার ৪০০ জনেরও বেশি।

ধারণা করা হচ্ছে, গ্র্যাজুয়েশন সমাপনী অনুষ্ঠানগুলো থেকে ইসরাইলবিরোধী বিক্ষোভ নতুন মাত্রা পেতে পারে। ফলে আগামীতে সংখ্যাটি আরো বাড়তে পারে। সেজন্য অব্যশ্য ক্যাম্পাসের কর্মকর্তারা অতিরিক্ত পুলিশ নিরাপত্তা যোগ করছেন। কোনো কোনো স্থানে সূচনা অনুষ্ঠানগুলোও সম্পূর্ণভাবে বাতিল করা হচ্ছে।

সূত্র : আনাদোলু এজেন্সি

সর্বশেষ সংবাদ

ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত: ইরনার প্রতিবেদন

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনার প্রতিবেদনে জানানো হয়েছে। রোববার (১৯ মে) আজারবাইজান প্রদেশে...

এই বিভাগের অন্যান্য সংবাদ