spot_img

রোমাঞ্চকর ক্লাসিকো জিতে লিগ শিরোপায় এক হাত রিয়ালে

অবশ্যই পরুন

এল ক্লাসিকো থেকে আটটি পরিবর্তন এনে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। যেখানে বেশিরভাগ সময়ে বেঞ্চে বসে দর্শকের ভূমিকায় ছিলেন ভিনিসিউস জুনিয়র। পুরো বিশ্রামে রাখা হয় জুড বেলিংহ্যাম, অ্যান্দ্রি লুনিনদের। এরপরেও রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে জয় তুলে নিয়েছে লস ব্ল্যাঙ্কোস শিবির।

শুক্রবার (২৬ এপ্রিল) দিবাগত রাত ১টায় লা লিগার ম্যাচে মুখোমুখি হয় রিয়াল সোসিয়েদাদ ও রিয়াল মাদ্রিদ। ম্যাচটিতে ১-০ গোলে জয় পায় রিয়াল মাদ্রিদ। দলটির হয়ে একমাত্র গোলটি করেন আর্দা গুলার।

ম্যাচের ২৯ মিনিটে দানি কারভাহালের সহায়তা গোলটি করেন গুলার। এ দিন ম্যাচের শুরুর একাদশেই তুরস্কের এই ফুটবলারকে রাখা হয়। এর আগে লা লিগায় শুরুর একাদশে নামার সুযোগ পাননি গুলার। তাতে প্রথম সুযোগেই বেশ ভালো আস্থার প্রতিদান দিয়েছেন। তবে পুরো ম্যাচে তাকে খেলানো হয়। ম্যাচের ৬৮ মিনিটে তার বদলে ব্রাজিল তারকা ভিনিকে নামানো হয়।

এ দিকে এই ম্যাচ জয়ের মধ্য দিয়ে লিগ শিরোপা জয়ের দিকে আরও এগিয়ে রইল কার্লো আনচেলত্তির শিষ্যরা। এবার বাকি পাঁচ ম্যাচ থেকে ৪ পয়েন্ট তুলে নিতে পারলেই সেটি নিশ্চিত হবে।

৩৩ ম্যাচে ২৬ জয় ও ৬ ড্রয়ে রিয়াল মাদ্রিদের পয়েন্ট এখন ৮৪। এক ম্যাচ কম খেলা বার্সেলোনার পয়েন্ট ৭০। রিয়াল আর ৪ পয়েন্ট তুলে নিলে বর্তমান চ্যাম্পিয়নদের সামনে আর কোনো সুযোগ থাকবে না। তাতে শিরোপা পুনরুদ্ধার হবে আনচেলত্তি শিষ্যদের।

সর্বশেষ সংবাদ

ক্যানসারের দুঃসহ স্মৃতির কথা প্রকাশ্যে আনলেন মনীষা

জনপ্রিয় বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা। সদ্য মুক্তি পাওয়া ‘হীরামন্ডি’ ওয়েব সিরিজে অভিনয় করে প্রশংসা কুড়াচ্ছেন এই অভিনেত্রী। এক সময়...

এই বিভাগের অন্যান্য সংবাদ