spot_img

জিম্বাবুয়ে সিরিজ রেখে ডিপিএল খেলার ব্যাখ্যা দিলেন সাকিব

অবশ্যই পরুন

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দল যখন ব্যস্ত সময় পার করবে আন্তর্জাতিক ক্রিকেটে তখন সাকিবের খেলার কথা রয়েছে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)। জিম্বাবুয়ের বিপক্ষে তারকা এই ক্রিকেটার কয়টি ম্যাচ খেলবেন সেটি নিশ্চিত নয়। তবে শুরুর দিকে সাকিবের খেলার সম্ভাবনা খুবই কম। এ সময় আমেরিকা থেকে দেশে ফিরে শেখ জামালের হয়ে ডিপিএল খেলার কথা রয়েছে দেশসেরা এই অলরাউন্ডারের।

জিম্বাবুয়ে সিরিজের শুরু থেকে না খেলে কেনো ডিপিএল খেলবেন সাকিব, সেই প্রশ্নের উত্তর দিয়েছেন নিজেই। যুক্তরাষ্ট্রে একটি অনুষ্ঠানে এ নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন তিনি। সাকিব জানান, টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনার মাধ্যমেই সবকিছু হয়েছে।

সাকিব বলেন, ‘জিম্বাবুয়ে সিরিজে অবশ্যই খেলব। দেশে হয়তো এ নিয়ে একটা কনফিউশন চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বলা হচ্ছে যে, আমি জিম্বাবুয়ে সিরিজে শুরু থেকে খেলব না, ডিপিএল খেলব। আসলে কোচ, অধিনায়ক সবার সঙ্গেই কথা বলেছি। কোচ বলেছিল দুইটি ম্যাচ খেললেই হবে। তবে অধিনায়ক ও নির্বাচকরা তিনটি ম্যাচ খেলার কথা বলে। আমি বলেছি সমস্যা নেই। এটাই সিদ্ধান্ত হয়েছে।’

টাইগারদের সাবেক এই অধিনায়ক জানান, ভালো প্রস্তুতির লক্ষ্যেই আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামার আগে ডিপিএলে দুইটি ম্যাচ খেলবেন তিনি। এ প্রসঙ্গে সাকিব বলেন, ‘আসলে এগুলো আলোচনার মাধ্যমেই হয়, আমার ইচ্ছামতো হয় না। যেহেতু জিম্বাবুয়ের বিপক্ষে শেষ তিন ম্যাচ খেলার আগে ডিপিএলে দুইটি ম্যাচ থাকবে তাই সেগুলো খেলবো। এছাড়া প্রস্তুতিটাও ভালো হবে। সে কারণেই আসলে এই দুইটা ম্যাচ খেলা। এখানে এর বেশি কিছু নাই।’

সর্বশেষ সংবাদ

পরমাণু কর্মসূচি বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ দিলেন কিম জং উন

পরমাণু কর্মসূচি জোরদারে সংশ্লিষ্ট বাহিনীকে নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। অস্ত্র উৎপাদন বৃদ্ধির ওপরও জোর...

এই বিভাগের অন্যান্য সংবাদ