spot_img

ওমরাহ নিয়ে সৌদি আরবের হুঁশিয়ারি

অবশ্যই পরুন

ধর্মীয় উদ্দেশ্য ছাড়া ওমরাহ সংক্রান্ত ভিসার অপব্যবহারের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়। নিয়মনীতি মেনে চলার গুরুত্বের উপর জোর দিয়ে মন্ত্রণালয় স্পষ্ট জানিয়ে দিয়েছে, ওমরাহ-এর ভিসাকে কর্মসংস্থানের উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। খবর গালফ নিউজ।

মাইক্রো ব্লগিং সাইট ‘এক্স’ প্ল্যাটফর্মে অফিসিয়াল অ্যাকাউন্টের মাধ্যমে একটি বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, ওমরাহ পালনের ধর্মীয় উদ্দেশ্য যথাযথভাবে পূরণের ওপর জোর দিতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ওমরাহ পালনের উদ্দেশ্যে আসা ভ্রমণকারিদের ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই সৌদি আরব ছেড়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। সেই সঙ্গে কর্মসংস্থানের উদ্দেশ্যে এই ভিসার ব্যবহার বন্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করা হয়।

সৌদিতে ওমরাহ পালনের নামে অবৈধভাবে দীর্ঘসময় অবস্থান এবং এই ভিসাকে নানা উদ্দেশ্যে অপব্যবহারের বহু অভিযোগের প্রেক্ষাপটে এমন সতর্কতামূলক নির্দেশনা জারি করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

পরমাণু কর্মসূচি বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ দিলেন কিম জং উন

পরমাণু কর্মসূচি জোরদারে সংশ্লিষ্ট বাহিনীকে নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। অস্ত্র উৎপাদন বৃদ্ধির ওপরও জোর...

এই বিভাগের অন্যান্য সংবাদ