spot_img

ওমরাহ করতে গিয়ে ১১ বছর পর হারানো সন্তানকে খুঁজে পেলেন সিরিয়ান মা

অবশ্যই পরুন

১১ বছর আগে ছোট্ট সন্তানকে হারিয়ে ফেলেন তার মা-বাবা। এতবছর কোথাও খুঁজে না পেয়ে একরকম আশা হারিয়ে ফেলছিলেন তারা। এবার সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে সেই ছেলেকে খুঁজে পেয়েছেন মা।

গালফ নিউজ বলছে, ১১ বছর আগে সিরিয়ায় গৃহযুদ্ধের মধ্যে যখন ভয়াবহ বোমা হামলায় গ্রামের পর গ্রাম ধ্বংস হয়ে যাচ্ছিল তখন নিজেদের ছোট্ট সন্তানটিকে হারিয়ে ফেলে এক দম্পতি। পরে বিভিন্ন জায়গায় খুঁজেও পাননি ছেলেটিকে। এক পর্যায়ে এ মাসেই ওমরাহ পালন করতে গিয়ে খুঁজে পান তাকে।

মায়ের সঙ্গে ছেলের আবেগঘন আলিঙ্গনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে  ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, মাকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরছে ছেলেটি। দৃশ্যটি নেটিজেনদের হৃদয় ছুঁয়ে গেছে।

এদিকে গত মে মাসে সৌদি সরকারের এক পরিসংখ্যানে বলা হয়েছে, দেশটিতে প্রায় সাড়ে চার লাখ সিরিয়ান রয়েছে। ২০১১ সালের মার্চ মাসে শুরু হওয়া গৃহযুদ্ধের কারণে সিরিয়ায় হাজার হাজার মানুষ গৃহহীন হয়েছেন।

সর্বশেষ সংবাদ

ক্ষমতায় যেতে বিদেশি প্রভুদের দাসত্ব করছে বিএনপি : ওবায়দুল কাদের

ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শেরে বাংলা...

এই বিভাগের অন্যান্য সংবাদ