spot_img

ফ্রান্স বাংলাদেশ চেম্বারের প্রেসিডেন্ট হলেন মুঈন উদ্দিন মজুমদার

অবশ্যই পরুন

ফ্রান্স বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির( সিসিআইএফবি) প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সিনোভিয়া ফার্মা পিএলসির চিফ অপারেটিং অফিসার মুঈন উদ্দিন মজুমদার। দুই বছর মেয়াদে এই পদে নির্বাচিত হয়েছেন তিনি।

চেম্বারের সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন স্নাইডার ইলেকট্রিক ওভারসিজ এশিয়া পিটিই লিমিটেডের পরিচালক জহির আহমেদ এবং সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন নভো কার্গো সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ এম রহমান। সিসিআইএফবি একই মেয়াদে ডিএসএম কমোডিটিস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক দীপক কুমার বড়ালকে কোষাধ্যক্ষ নির্বাচিত করেছে।

এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সিসিআইএফবি। কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন- ওরিক্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক করিন ডোগরা, ডাউন গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোঃ এরশাদ হোসেন রানা, এভিআই ইন্টারন্যাশনাল (প্রাঃ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ সরকার, এস্কয়ার নিট কম্পোজিট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এহসানুল হাবীব, গ্রামীণ ডানোন ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দীপেশ নাগ, প্যাকার্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো.মাহমুদুল ইসলাম পারভেজ, ইউনি-গ্লোবাল বিজনেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, কনফিডেন্স ট্রেড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো.খায়রুল হক, ব্যুরো ভেরিতাস বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের কান্ট্রি ডিরেক্টর সোহেল আজাদ, কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা নাজিথ মিওয়ানাগে, আখতার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক দাতো কে এম রেফাতুজ্জাম, তাশো এন্টারপ্রাইজেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সালিমুল হক ইসা এবং ডরাসকো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওবায়দুর রহমান।

সিসিআইএফবির নির্বাচন গত ১৪ মার্চ চেম্বার অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এবং চেম্বারের সকল ইসি সদস্য ভোটদান পদ্ধতির মাধ্যমে নির্বাচিত হন। সিসিআইএফবি’র অফিস বেয়ারার্স নির্বাচন ২৮ মার্চ ২০২৪ তারিখে হোটেল ওয়েস্টিন ঢাকায় অনুষ্ঠিত হয়। অফিস বেয়ারার্স নির্বাচনের পর একই দিনে চেম্বারের ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। এজিএম শেষে ইফতার ও নৈশভোজের আয়োজন করা হয়।

সর্বশেষ সংবাদ

ক্ষমতায় যেতে বিদেশি প্রভুদের দাসত্ব করছে বিএনপি : ওবায়দুল কাদের

ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শেরে বাংলা...

এই বিভাগের অন্যান্য সংবাদ