spot_img

অন্তঃসত্ত্বা চরিত্রে অভিনয়ের সময় গর্ভপাত অস্কারজয়ী অভিনেত্রীর

অবশ্যই পরুন

অস্কারজয়ী অভিনেত্রীর অ্যান হ্যাথওয়ের। মঞ্চে অন্তঃসত্ত্বা নারীর চরিত্রে অভিনয়ের সময় গর্ভপাত হয়েছিল তার। মার্কিন সাময়িকী ভ্যানিটি ফেয়ারের সঙ্গে দেওয়া সাক্ষাৎকারে ৪১ বছর বয়সী অভিনেত্রী নিজেই এ তথ্য জানিয়েছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানান গেছে।

প্রতিদবেদনে উল্লেখ করা হয়, সাক্ষাৎকারে অভিনেত্রীর অ্যান হ্যাথওয়ের বলেন, প্রথম গর্ভধারণ আমার জন্য ফলপ্রসূ হয়নি। আমি একটা নাটকে অভিনয় করছিলাম। চরিত্রটিও ছিল অন্তঃসত্ত্বা নারীর, প্রতি রাতেই আমাকে সন্তান জন্মদানের অভিনয় করতে হতো। গর্ভপাত হওয়ার পরও ছয় সপ্তাহ নাটকে অভিনয় করি। তবে কাউকে সেটা বুঝতে দেইনি। এমন ভাব করেছিলালস, যেন সব ঠিক আছে। কেবল নাটক দেখতে আসা বন্ধুদের বলেছিলাম।

২০১৫ সালে ‘গ্রাউন্ডেড’ নামে নাটকে অভিনয় করেন অ্যান, যেখানে তাকে অন্তঃসত্ত্বা বৈমানিকের চরিত্রে দেখা যায়। ছয় সপ্তাহ ধরে চলেছিল নাটকটির প্রদর্শনী। যেখানে প্রতি শোতেই তাকে সন্তান জন্মদানের অভিনয় করতে হয়। এর পরের বছরের মার্চে প্রথম সন্তান জনাথনের জন্ম দেন অ্যান, ২০১৯ সালে এক ইনস্টাগ্রাম পোস্টে আবারও অন্তঃসত্ত্বা হওয়ার ঘোষণা দেন।

সাক্ষাৎকারে অ্যান আরও বলেন, গর্ভপাত নিয়ে কথা বলে মোটেও লজ্জিত নন তিনি। কারণ এটি একটি স্বাভাবিক ঘটনা। তার অনেক বন্ধুও এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন।

সর্বশেষ সংবাদ

ক্ষমতায় যেতে বিদেশি প্রভুদের দাসত্ব করছে বিএনপি : ওবায়দুল কাদের

ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শেরে বাংলা...

এই বিভাগের অন্যান্য সংবাদ