spot_img

মিরপুরে যুবক হত্যা: কিশোর গ্যাংয়ের ৫ সদস্য গ্রেফতার

অবশ্যই পরুন

রাজধানীর মিরপুর সাড়ে ১১ নম্বর পল্লবীতে কিশোর গ্যাংয়ের হামলায় ফয়সাল নামে এক যুবক নিহতের ঘটনায় মূল আসামি আকাশ ও রাব্বিসহ ৫ জনকে গ্রেফতার করেছে র‍্যাব।

শনিবার (২৩ মার্চ) রাজধানীর কাওরান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে এ তথ্য জানান সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল শুক্রবার নরসিংদী ও গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। নিহত ফয়সাল ও আক্রমণকারীরা একসময় একই গ্রুপের সদস্য ছিল। পরবর্তী সময়ে রাব্বী ও আকাশ আলাদা গ্রুপ তৈরি করে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই বিরোধ ছিল দুই গ্রুপের মধ্যে।

ফয়সালকে শিক্ষা দিতেই তার ওপর আক্রমণ করা হয় বলেও জানায় র‍্যাব। এ ঘটনায় পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে নিহতের পরিবার। ওই মামলায় ৫ জনকে গ্রেফতার দেখানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

এখন ইসরাইল স্থায়ী যুদ্ধবিরতি চায়!

ইসরাইল এখন গাজা যুদ্ধের কার্যকর অবসান ঘটাতে আগ্রহী। ইসরাইলের এক সিনিয়র কর্মকর্তা হিব্রু ভাষার ওয়ালা নিউজ আউটলেটকে বলেছেন। এই...

এই বিভাগের অন্যান্য সংবাদ