spot_img

গাইতে গাইতে চেয়ার থেকে পড়ে গেলেন ম্যাডোনা

অবশ্যই পরুন

মার্কিন পপ গায়িকা ম্যাডোনা। রোববার ‘দ্য সেলিব্রেশন ট্যুর’ এ ওয়াশিংটনের সবথেকে জনবহুল শহর সিয়াটলে কনসার্ট করতে যান এই পপ গায়িকা। স্টেজ পারফর্ম করতে গিয়ে ৬৫ বছর বয়সী এই পপ তারকার সাথে ঘটে এক অভূতপূর্ব ঘটনা।

ম্যাডোনার শো দেখতে দর্শকাসন তখন ভরা, কোথাও কোনও ফাঁক নেই।

ম্যাডোনা ‘ওপেন ইউর হার্ট’ গানে মাইক হাতে পারফর্ম করছিলেন। তবে পারফর্ম করতে করতেই চেয়ার থেকে পড়েই গেলেন পপ গায়িকা।

সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ পেয়েছে। ভিডিওতে দেখা যায়, চেয়ারে বসে গান করছেন গায়িকা। পরে একজন পুরুষ নৃত্যশিল্পী এসে সেই চেয়ারের পিছনে দাঁড়ান, তিনি চেয়ারটি কাত করে কনসার্টের মঞ্চ বরাবর টেনে নিয়ে যাচ্ছিলেন। আর তাতেই ‘ধপাস’ করে মঞ্চে পড়ে যান ম্যাডোনা। তবে পড়ে গিয়েও গান থামাননি ম্যাডোনা। বরং উল্টে শুয়েই মাইক হাতে গান করতে থাকেন তিনি।

তবে বোঝা গেল যতই সামলে নেওয়ার চেষ্টা করুন না কেন, তিনিও আকস্মিক পড়ে যাওয়ার কারণে অস্বস্তিতে ছিলেন। আর তাতেই গানের কথা ভুলে যান। শুয়ে গাইতে গিয়ে হেসে ফেলে বলেন, ‘ইস আমি কথা ভুলে গিয়েছি…। ’

পরে অবশ্য চিত্রশিল্পী তাঁর হাত ধরে তুলতেই তিনি ফের চেয়ারে উঠে গান গাইতে শুরু করেন।

ভিডিও দেখুন এখানে।

সর্বশেষ সংবাদ

এখন ইসরাইল স্থায়ী যুদ্ধবিরতি চায়!

ইসরাইল এখন গাজা যুদ্ধের কার্যকর অবসান ঘটাতে আগ্রহী। ইসরাইলের এক সিনিয়র কর্মকর্তা হিব্রু ভাষার ওয়ালা নিউজ আউটলেটকে বলেছেন। এই...

এই বিভাগের অন্যান্য সংবাদ