spot_img

‘ইসরায়েল না মানলেও দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানই একমাত্র পথ’

অবশ্যই পরুন

দুই রাষ্ট্রভিত্তিক সমাধানই ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিরসনের একমাত্র পথ বলে মন্তব্য করেছেন, খ্রিস্টানদের প্রধান ধর্মীয় নেতা পোপ চতুর্দশ লিও।

রোববার (৩০ নভেম্বর) তুরস্ক থেকে লেবানন যাওয়ার সময় বিমানের মধ্যে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। তার দাবি, এই মুহূর্তে ইসরায়েল মেনে না নিলেও এটিই একমাত্র সমাধান। মধ্যপ্রাচ্যের আঞ্চলিক উত্তেজনার মাঝে তার এই সফরকে গুরুত্ব দিচ্ছে আন্তর্জাতিক মহল।

পোপ চতুর্দশ লিও বলেন, ভ্যাটিকান বহু বছর ধরে দুই রাষ্ট্রের সমাধানের প্রস্তাবকে প্রকাশ্যে সমর্থন করে আসছে। আমরা সবাই জানি, এই মুহূর্তে ইসরায়েল সেই সমাধান মানে না। তবে আমরা এটিকে একমাত্র সমাধান হিসেবে দেখি, যা চলমান সংঘাত নিরসন করতে পারে। এ বিষয়ে প্রেসিডেন্ট এরদোগানের সাথে কথা বলেছি। তিনি আমার সাথে একমত হয়েছেন।

এর আগে, তুরস্ক সফরকালে ফিলিস্তিনের পক্ষে কথা বলায় পোপের ব্যাপক প্রশংসা করেছিলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেন, ফিলিস্তিন ইস্যুতে পোপের অবস্থান খুবই প্রশংসনীয়। আমরা তার মতামতকে মূল্যায়ন করি।

উল্লেখ্য, তুরস্কে চারদিনের সফর শেষে রোববার লেবাননে যান পোপ লিও। বৈরুতে পৌঁছালে রাষ্ট্রীয় অভ্যর্থনার সাথে সাথে জাঁকজমকপূর্ণভাবে স্বাগত জানায় সাধারণ জনগণও। ফুলের পাপড়ি ছিটিয়ে বরণ করে নেয়া হয় তাকে। ঝুম বৃষ্টির মাঝে বাদ্যের তালে নেচে, অভিনব উপায়ে পোপ লিওকে স্বাগত জানালেন লেবানিজরা।

এর আগে, ইস্তাম্বুলে ক্যাথলিক ও অর্থডক্স চার্চের সম্মিলিত গণ প্রার্থনায় অংশ নেন তিনি। সফরের অংশ হিসেবে ঘুরতে যান ঐতিহাসিক নীল মসজিদেও। এছাড়া বৈঠকে অংশ নেন দেশটির ধর্মীয় নেতাদের সাথে। রাজনৈতিক ইস্যুতে আলোচনায় বসেন প্রেসিডেন্ট এরদোগান ও অন্যান্য নেতাকর্মীদের সাথে।

সর্বশেষ সংবাদ

অবসরের ঘোষণা দিলেন বার্সেলোনার রাফিনিয়া আলকান্তারা

দীর্ঘদিনের চোট–সংঘাতের কাছে শেষ পর্যন্ত হার মানলেন বার্সেলোনার সাবেক ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফিনিয়া আলকান্তারা। ৩২ বছর বয়সে পেশাদার ফুটবল থেকে...

এই বিভাগের অন্যান্য সংবাদ