spot_img

বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া এই ইউটিউবার হঠাৎ কেন অবসরে গেলেন

অবশ্যই পরুন

সুইডিশ গেমার এবং কনটেন্ট ক্রিয়েটর পিউডিপাই, যার আসল নাম ফেলিক্স কেজেলবার্গ, একসময় ইউটিউবের সবচেয়ে প্রভাবশালী এবং সর্বাধিক সাবস্ক্রাইবড নির্মাতাদের একজন ছিলেন। ২২ বছর বয়সে মাত্র ১২ হাজার সাবস্ক্রাইবার নিয়ে শুরু করে, মাত্র ৩০ বছর বয়সেই তিনি ১০০ মিলিয়ন (১০ কোটি) সাবস্ক্রাইবারের ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেন।

মাত্র ২৩ বছর বয়সে ৪ লাখ ২০ হাজার সাবস্ক্রাইবার থেকে মাত্র এক বছরের মধ্যে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৫ মিলিয়নে। ২০১৯ সালে ২৯ বছর বয়সে ৭৮ মিলিয়ন এবং ৩০ বছর বয়সে তিনি ১০০ মিলিয়ন সাবস্ক্রাইবারের মাইলফলক স্পর্শ করেন। বর্তমানে তাঁর সাবস্ক্রাইবার সংখ্যা ১১ কোটি ১০ লাখের বেশি।

২০২০ সাল পর্যন্ত ইউটিউব থেকে তাঁর মাসিক আয় ছিল ১৫ থেকে ২০ লাখ ডলার (প্রায় ১৮ থেকে ২৪ কোটি টাকা)। বর্তমানে পুরোনো ভিডিও, বিজ্ঞাপনের চুক্তি, ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং কনটেন্ট মেকিং কনসালট্যান্ট হিসেবে ‘কিছু না করেই’ তিনি মাসে কোটি কোটি টাকা আয় করেন।

তিনি মূলত গেমিং (হরর ও অ্যাকশন গেমের ‘লেটস প্লে’), মিম রিভিউ, কমেডি এবং ভ্লগ কনটেন্ট তৈরি করে খ্যাতি অর্জন করেন।

ব্যক্তিগত জীবন ও অবসর জীবন:

২০১৯ সালের আগস্টে পিউডিপাই তাঁর দীর্ঘদিনের প্রেমিকা, ইতালীয় ইউটিউবার মারজিয়া বিজোনিনকে বিয়ে করেন। ২০২৩ সালের জুনে তাঁদের সন্তানের জন্ম হয়। এই দম্পতি বর্তমানে তাঁদের সংসার পাতার জন্য জাপানকে বেছে নিয়েছেন এবং সেখানে একটি বিলাসবহুল বাড়িতে বসবাস করছেন।

ইউটিউবিং-এ সব কিছু অর্জনের পর ২০২০ সালের পর থেকে তিনি কনটেন্ট তৈরি থেকে আগ্রহ হারিয়ে ফেলেন এবং ব্যক্তিগত জীবনে মন দেন। সন্তানের জন্মের পর তাঁরা দুজনেই ইউটিউবে প্রায় অনিয়মিত হয়ে পড়েন।

বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া এই ইউটিউবারের বর্তমান সম্পদের পরিমাণ আনুমানিক ৬০ মিলিয়ন ডলার (প্রায় ৭৩৪ কোটি টাকা)।

২০১৩ সালের আগস্টে পিউডিপাই ইউটিউবের সর্বাধিক সাবস্ক্রাইবড নির্মাতা হয়ে ওঠেন এবং ২০১৯ সালের এপ্রিল পর্যন্ত সেই শিরোপা ধরে রাখেন। ২০১৯ সালে ভারতীয় রেকর্ড লেবেল টি-সিরিজের সঙ্গে তাঁর ১০ কোটি সাবস্ক্রাইবারে পৌঁছানোর জন্য এক তুমুল প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়েছিল।

সর্বশেষ সংবাদ

জাতীয় নির্বাচনে কমনওয়েলথের সহায়তা চান প্রধান উপদেষ্টা

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য কমনওয়েলথের পূর্ণ সহযোগিতা কামনা করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২৪...

এই বিভাগের অন্যান্য সংবাদ