spot_img

ঘুরে দাঁড়িয়ে হার এড়াল রিয়াল মাদ্রিদ

অবশ্যই পরুন

স্প্যানিশ লা লিগায় এলচের সাথে ২-২ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। দুইবার ম্যাচে ফিরলেও শেষ পর্যন্ত হার এড়ানোর স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে লস ব্ল্যাঙ্কোস’রা।

রোববার (২৩ নভেম্বর) নিজেদের মাঠে রিয়ালকে আতিথ্য দেয় এলচে।

ম্যাচে শুরু থেকেই রিয়াল মাদ্রিদের ওপর প্রভাব তৈরি করে খেলতে থাকে স্বাগতিকরা। প্রথমার্ধ গোলশুন্যের পর খেলার ৫৩ মিনিটে আলেশ ফেবাসের গোলে পিছিয়ে পড়ে সফরকারীরা।

৭৮তম মিনিটে ডিন হুইজেনের দারুণ ফিনিশিংয়ে ম্যাচে ফেরে রিয়াল। ৬ মিনিট পর আলভারো রদ্রিগেজের গোলে আবারও এগিয়ে যায় এলচে।

তবে সেই আনন্দ বেশিক্ষণ ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। জুড বেলিংহ্যামের গোলে দ্বিতীয়বার সমতায় ফিরে কোনো রকমে হার এড়ায় সফরকারীরা। এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচে জয়হীন থাকল রিয়াল মাদ্রিদ।

লিগ শিরোপা পুনরুদ্ধারের অভিযানে দুই রাউন্ড আগেও বার্সেলোনার চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে ছিল রেয়াল মাদ্রিদ। সেই ব্যবধান এখন মাত্র ১। ১৩ ম্যাচে ১০ জয় ও ২ ড্রয়ে ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষে রেয়াল। ৩১ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সেলোনা।

উল্লেখ্য, টানা তিন ম্যাচ জিততে না পারার হতাশা নিয়ে আগামী বুধবার চ্যাম্পিনস লিগে অলিম্পিয়াকোসের বিপক্ষে মাঠে নামবে রিয়াল।

সর্বশেষ সংবাদ

হামলা প্রতিরোধে ব্যর্থতার জেরে ৩ জেনারেলকে বরখাস্ত করেছে ইসরায়েল

২০২৩ সালের অক্টোবরের ৭ তারিখ ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন (হামাস)-এর হামলা প্রতিরোধে ব্যর্থতার জেরে তিন জেনারেলকে বরখাস্ত করেছে ইসরায়েল। সেই...

এই বিভাগের অন্যান্য সংবাদ