spot_img

নিশোর পরিবর্তে হামজা!

অবশ্যই পরুন

অভিনেতা আফরান নিশোর পরিবর্তে নতুন মুখ কে- এমনই এক সাসপেন্স তৈরি করে প্রচারণামূলক ভিডিও প্রকাশ করে মোবাইল আর্থিক সেবাদানকারী একটি প্রতিষ্ঠান। আর তা নিয়ে সামাজিক মাধ্যমে চলতে থাকল আলোচনা। অবশেষে সেই রহস্যের অবসান ঘটল। সেটি হলো, প্রতিষ্ঠানটি তাদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পরিচয় করিয়ে দিলো তারকা ফুটবলার হামজা চৌধুরীকে।

বহুল আলোচিত এই প্রচারণার সবশেষ ভিডিওতে দেখা যায়, ‘নতুন মুখ’ (নিউ ফেস) আসাকে কেন্দ্র করে আফরান নিশোর সঙ্গে হামজা চৌধুরীর এক ধরনের ‘মুখোমুখি’ অবস্থান তৈরি হয়েছে।

এর আগে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও থেকেই সাসপেন্স শুরু। ভিডিওটির শুরুতে দেখা যায়, অভিনেতা আফরান নিশো একটি মেকআপ রুমে কিছুটা উত্তেজিত অবস্থায় কথা বলছেন। তিনি বলছেন, ‘এতকিছুর পরও নিউ ফেস!’

এরপরই একটি অন্ধকার আবহে নিশোকে বলতে শোনা যায়, ‘কে এই নিউ ফেস? তার সাথে দেখা হবে… ফেস টু ফেস!’

এই চ্যালেঞ্জের জবাব দিতেই করিডোরের অন্য প্রান্ত থেকে ‘HAMZA’ নাম লেখা জার্সি পরা একজনের প্রবেশ ঘটে। তিনি আর কেউ নন, বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী।

আফরান নিশোকে নিয়ে যে রহস্য তৈরি হয়েছিল, তা মূলত এই নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডরকে পরিচয় করিয়ে দেওয়ার একটি সৃজনশীল প্রচারণা ছিল। সেই মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশের ভক্তদের সঙ্গে হামজা চৌধুরীর শক্তিশালী সম্পর্ক এবং তার ক্রমবর্ধমান প্রভাবের কারণেই তাকে ব্র্যান্ডের নতুন মুখ হিসেবে নির্বাচন করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

‘পুরুষদেরও পিরিয়ড হওয়া উচিত’ বলে ট্রলের পর মুখ খুললেন রাশমিকা

দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রাশমিকা মানদানা সম্প্রতি এক টক শো-তে ঋতুস্রাবের ব্যথা নিয়ে মন্তব্য করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে আছেন। তার এই...

এই বিভাগের অন্যান্য সংবাদ