২ হাজার ৩০০ বছরেরও বেশি কারাদণ্ড পেতে পারেন তুরস্কের বিরোধী দল সিএইচপি’র প্রভাবশালী নেতা ও ইস্তাম্বুলের জনপ্রিয় মেয়র একরেম ইমামোগলু। শহরটির প্রধান প্রসিকিউটর তার বিরুদ্ধে এনেছেন ১৪২টি দুর্নীতির অভিযোগ। আর তা প্রমাণিত হলে শাস্তি হিসেবে ইমামোগলু পেতে পারেন ৮২৮ থেকে ২ হাজার ৩৫২ বছরের কারাদণ্ড।
বুধবার (১২ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
চলতি বছরের মার্চ মাস থেকেই কারাগারে বন্দি আছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত এই নেতা। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে আটক করা হয় তাকে।
তবে সব অভিযোগ অস্বীকার করেছেন ইস্তাম্বুলের মেয়র ও তার দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি)। তাদের দাবি, এরদোগানের জনপ্রিয়তা কমে যাওয়ায় তার প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে দমন অভিযান চালাচ্ছে সরকার। ইমামোগলুর দাবি, এরদোয়ানের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন তিনি।
এদিকে, ইমামোগলুর পাশাপাশি আরও ৪০১ জনকে অভিযুক্ত করেছেন ইস্তাম্বুলের প্রধান প্রসিকিউটর। প্রসিকিউটর আকিন গুরলেক বলেন, আট মাসের তদন্তে দেখা গেছে অভিযুক্তদের মধ্যে ১০৫ জন এরইমধ্যে আটক হয়েছেন। তারা ঘুষ, অর্থপাচার ও অবৈধ উপায়ে সম্পদ অর্জনের মাধ্যমে রাষ্ট্রের ১৬০ বিলিয়ন লিরা ক্ষতি করেছেন।

