spot_img

দ্বিতীয় বিয়ের কথা স্বীকার করলেন রশিদ

অবশ্যই পরুন

নিজের দ্বিতীয় বিয়ের কথা স্বীকার করলেন আফগানিস্তানের তারকা ক্রিকেটার রশিদ খান। প্রথম বিয়ের ১০ মাসের ব্যবধানে দ্বিতীয় বিয়েটি করেন এই আফগান ক্রিকেটার।

মঙ্গলবার (১১ নভেম্বর) নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নিজের দ্বিতীয় স্ত্রীর সাথে ছবি পোস্ট করেন রশিদ খান।

জানা গেছে, গত ২ আগস্ট নিজের দ্বিতীয় বিবাহ সম্পন্ন করেছেন এই তারকা লেগ স্পিনার। তার স্ত্রী একজন আফগান বংশোদ্ভূত এবং বর্তমানে বিদেশে বসবাস করছেন।

এর আগে, গত বছরের অক্টোবরে আফগানিস্তানের কাবুলে রশিদ খানের প্রথম বিয়ে অনুষ্ঠিত হয়। একই মঞ্চে তিনি ও তার তিন ভাই একসঙ্গে বিবাহ সম্পন্ন করেন।

তবে প্রথম স্ত্রীর সাথে রশিদের বিবাহ বিচ্ছেদ হয়েছে কিনা তা এখনও নিশ্চিত করা যায়নি। বিশ্বকাপ জেতা না পর্যন্ত বিয়ে না করার প্রতিজ্ঞা করে কয়েক বছর আগে আলোচনার জন্ম দিয়েছিলেন এই আফগান ক্রিকেটার।

সর্বশেষ সংবাদ

ইউক্রেনের সাথে যুদ্ধ দ্রুত শেষ করতে চায় রাশিয়া— দাবি ক্রেমলিনের

ইউক্রেনের সাথে যত দ্রুত সম্ভব যুদ্ধ শেষ করতে চায় রাশিয়া। তবে এই শান্তি প্রক্রিয়া বর্তমানে কিছুটা স্থবির হয়ে পড়েছে...

এই বিভাগের অন্যান্য সংবাদ