spot_img

গাজার উদ্দেশে যেতে থাকা শেষ ত্রাণবাহী নৌযানও আটক

অবশ্যই পরুন

অবরুদ্ধ গাজার উদ্দেশে যাওয়া বৈশ্বিক ‘সুমুদ ফ্লোটিলা’র শেষ নৌযানটি ইসরায়েলি কমান্ডোরা জব্দ করেছে। আজ শুক্রবার (৩ অক্টোবর) সকালে উপকূলের কাছে অভিযান চালিয়ে সেনারা নৌকাটিতে ওঠে এবং নিয়ন্ত্রণ নেয়। খবর আল জাজিরার।

লাইভস্ট্রিমে দেখা যায়, ইসরায়েলি বাহিনী জোর করে নৌযানে প্রবেশ করছে।

‘মারিনেট’ নামের নৌযানটি পোল্যান্ডের পতাকা বহন করছিল এবং এতে ছয়জন ক্রু ছিল বলে জানা গেছে। এটি ছিল ৪৪টি নৌযানের বহর থেকে বেঁচে থাকা শেষ কার্যকর নৌযান।

ফ্লোটিলাটি গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। তবে একে একে সব নৌযান ইসরায়েলি বাহিনী আটক করার পর শেষ নৌযানটিও জব্দ হলো।

বুধবার (১ অক্টোবর) থেকে একে একে আটক করা হয় ছোট-বড় নৌযানগুলো। ইতোমধ্যে ৪০টিরও বেশি দেশ থেকে আসা প্রায় ৫০০ অধিকারকর্মী গ্রেপ্তার হয়েছেন। আটক ব্যক্তিদের মধ্যে আছেন সুপরিচিত জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ, বার্সেলোনার সাবেক মেয়র আডা কলাউ এবং ইউরোপীয় পার্লামেন্টের সদস্য রিমা হাসান।

এই নৌ-অভিযান বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। মানবিক জাহাজ আটক ও অধিকারকর্মীদের গ্রেপ্তারের ঘটনায় বিভিন্ন দেশে বিক্ষোভ হয়েছে।

সর্বশেষ সংবাদ

শিগগিরই প্রতিটি আসনে একক প্রার্থীর সবুজ সংকেত দেবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপির প্রার্থী বাছাইয়ের কাজ চলছে। খুব শিগগিরই প্রতিটি আসনে একক প্রার্থী হিসেবে ‘গ্রীণ সিগন্যাল’...

এই বিভাগের অন্যান্য সংবাদ