ইরানি জাতি ও সরকারের পক্ষ থেকে চীনের জাতীয় দিবস উপলক্ষে দেশটির নেতৃত্ব ও জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। তিনি এই দিনটিকে একতা, অগ্রগতি ও বৈশ্বিক সমৃদ্ধিতে চীনের অসাধারণ অবদান–এর প্রতীক হিসেবে বর্ণনা করেন।
সম্প্রতি বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের কথা উল্লেখ করে পেজেশকিয়ান বলেন, চীনের সঙ্গে বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব ইরানের জন্য একটি প্রধান অগ্রাধিকার।
তিনি জোর দিয়ে আরও বলেন, বর্তমান জটিল আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, দুই দেশের মধ্যে সর্বাঙ্গীন সম্পর্ক জোরদার ও সম্প্রসারণ এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি জরুরি।
ইরানি প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন যে, পারস্পরিক সম্মান ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে তেহরান ও বেইজিংয়ের সম্পর্ক উন্নতির ধারায় এগিয়ে যাবে এবং দুই জাতির কল্যাণ ও সমৃদ্ধিতে ভূমিকা রাখবে।
সূত্র: মেহের নিউজ