spot_img

বাবার প্রযোজনা সংস্থা সামলানোর প্রস্তাব যে কারণে ফিরিয়ে দিলেন অক্ষয় পুত্র?

অবশ্যই পরুন

অক্ষয় কুমারের ছেলে আরাভ কুমার নাকি দেখতে অনেকটাই তার নানা রাজেশ খান্নার মতো। বাবা-মা অভিনয়শিল্পী হলেও এ মাধ্যমে আসতে নারাজ অক্ষয় পুত্র।

যদিও অক্ষয়ের ইচ্ছে ছিল, ছেলে তার মতো অভিনেতা হোক। শুধু তাই নয়, নিজের প্রযোজনা সংস্থার দায়িত্বও তুলে দিতে চেয়েছিলেন ছেলের কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দেন আরাভ।

অক্ষয় এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, আরাভ নিজের কাজ নিজে করতেই ভালোবাসেন। নিজে রান্না করেন, নিজের জামা-কাপড় নিজেই কাচেন। ফ্যাশন নিয়ে পড়াশোনা করলেও দামি পোশাকের প্রতি বিশেষ আগ্রহ নেই তার।

তিনি এও জানিয়েছিলেন, আরাভ নাকি পুরোনো জিনিসপত্র ফেলে দিতে পছন্দ করেন না।

তাই পুরোনো জিনিসপত্র বিক্রির দোকানে গিয়ে সেই পুরনো পোশাক কিনে পরতে স্বাচ্ছন্দবোধ করেন।
খুব অল্প বয়সেই দেশ ছেড়ে প্রথমে সিঙ্গাপুরে পড়াশোনা করেন। বর্তমানে সে লন্ডনে রয়েছে বলে জানা যায়।

অক্ষয়ের ভাষ্যে, ‘আমার বলেছিলাম অভিনেতা হও। সে সোজা জানিয়ে দেয়, অভিনেতা হতে চায় না। এই মুহূর্তে ফ্যাশন নিয়ে কাজ করছে, সেটাই আগামী দিনে করতে চায়। তবে ছেলে আমার খুব ভালো। কোনো বদ অভ্যাস নেই ওর। বাজে সঙ্গও নেই।’

তবে বাবার মতো শরীরচর্চার প্রতি ছোটবেলা থেকেই আগ্রহ আরাভেরও। মাত্র চার বছর বয়স থেকে মার্শাল আর্টের প্রশিক্ষণ নিতে শুরু করেন  অক্ষয় পুত্র। দু’ধরনের বিশেষ ক্যারাটের প্রশিক্ষণ নেওয়ার পর ‘ব্ল্যাক বেল্ট’ পেয়েছেন। জাতীয় স্তরের জুডো প্রতিযোগিতায় অংশ নিয়ে হয়েছেন বিজয়ীও।

সর্বশেষ সংবাদ

মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি, ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। সোমবার (২৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য...

এই বিভাগের অন্যান্য সংবাদ