বিতর্কের জেরে অবশেষে মুখ খুললেন সাহিবজ়াদা ফারহান। রোববার এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে ভারতের বিরুদ্ধে অর্ধশতরান করে ‘একে৪৭’ চালানোর কায়দায় উল্লাস করেছিলেন ফারহান। সেই উল্লাসের ধরন নিয়ে এখনো বিতর্ক চলছে। কেন ওই কায়দায় উল্লাস করেছিলেন তিনি? নেপথ্য কারণ জানিয়েছেন পাকিস্তানের ব্যাটার।
মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নামবে পাকিস্তান। তার আগের দিন সাংবাদিক বৈঠকে যান ফারহান। সেখানে তাঁকে ‘একে৪৭’ উল্লাস নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে ফারহান বলেন, “ওটা ওই মুহূর্তেই মাথায় এসেছিল। আমি অর্ধশতরানের পর খুব একটা উল্লাস করি না। কিন্তু হঠাৎ মনে হল, এই ম্যাচে করব। তাই উল্লাস করেছি। আমি জানি না, কে কী ভাবে তাকে নিয়েছে। আমার তাতে কিছু যায়-আসে না।”
প্রতিপক্ষের নাম ভারত হওয়াতেই কি ওই ধরনের উল্লাস করতে ইচ্ছা করেছিল ফারহানের? সেই প্রশ্নের উত্তর কিছুটা এড়িয়ে যান তিনি। একটু ঘুরিয়ে নিজের খেলার ধরন নিয়ে কথা বলেন ফারহান। পাক ব্যাটার বলেন, “আমি আক্রমণাত্মক ক্রিকেট খেলতে ভালবাসি। প্রতিপক্ষের নাম দেখি না। ভারতের জায়গায় অন্য কেউ থাকলেও একই কায়দায় খেলতাম।”
রোববার পাকিস্তানের হয়ে শুরুটা ভালই করেছিলেন ফারহান। হার্দিক পাণ্ড্য, জসপ্রীত বুমরাহদের উপর দাপট দেখিয়ে দ্রুত গতিতে রান তুলছিলেন। দশম ওভারে অক্ষর পটেলের একটি বল মিড উইকেটের উপর শট খেলে অর্ধশতরান পূরণ করেন। এর পরেই ব্যাটের হাতলটিকে কাঁধের কাছে রেখে এমন ভাবে উচ্ছ্বাস করেন, যেন মনে হচ্ছে বন্দুক চালাচ্ছেন। খেলাধুলোর জগতে এই ধরনের উচ্ছ্বাস ‘একে৪৭ সেলিব্রেশন’ নামে পরিচিত।
মুহূর্তের মধ্যে এই ছবি ভাইরাল হয়ে যায়। সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় সমালোচনা। পহেলগাঁওয়ের হত্যাকাণ্ড এবং ‘অপারেশন সিঁদুর’-এর পর ভারত-পাকিস্তানের সাম্প্রতিক সম্পর্ক মোটেই ভাল নয়। এশিয়া কাপে দুই দেশ মুখোমুখি হবে কি না, তা নিয়েই নিশ্চয়তা ছিল না। তার উপর প্রথম ম্যাচের পর করমর্দন-বিতর্কে তোলপাড় হয় ক্রিকেটবিশ্ব। সে সবের মাঝে ফারহানের এই উচ্ছ্বাস বিতর্কের জন্ম দিয়েছে।
অনেকেই মনে করছেন, ভারতের ‘অপারেশন সিঁদুর’-কে কটাক্ষ করতেই এই উচ্ছ্বাস করেছেন ফারহান। সাধারণ সমর্থকেরা তো বটেই, ধারাভাষ্যকারেরাও এই আচরণ মেনে নিতে পারেননি। বিষয়টি নিয়ে বিতর্ক বেড়েই চলেছে। তার মাঝেই মুখ খুললেন ফারহান।