spot_img

বিশ্বরেকর্ড গড়লেন রশিদ খান

অবশ্যই পরুন

সময়টা ভালো কাটছিল না রশিদ খানের। সবশেষ আইপিএলে বেধড়ক পিটুনি খাওয়ার পর তিনি দ্য হান্ড্রেডে গড়ে বসেছিলেন লজ্জার রেকর্ডও। তবে এশিয়া কাপের ঠিক আগে এই দুঃসময়টাকে পেছনে ফেলার ইঙ্গিত দিয়েছেন আফগানিস্তান অধিনায়ক। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারের বিশ্বরেকর্ড গড়ে ফেলেছেন এই তারকা লেগস্পিনার।

সোমবার (১ সেপ্টেম্বর) শারজা ক্রিকেট স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে ৩৮ রানে হারিয়েছে আফগানিস্তান। তাদের দেয়া ১৮৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫০ রানের বেশি করতে পারেনি আমিরাতের ব্যাটাররা। এই ম্যাচে ২১ রানে ৩টি উইকেট নিয়েই বিশ্বরেকর্ড গড়েছেন রশিদ।

এই ম্যাচের আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডটি ছিল টিম সাউদির দখলে। নিউজিল্যান্ডের সাবেক এই পেসার ১২৬ ম্যাচে শিকার করেছিলেন ১৬৪ উইকেট। তাকে টপকে যেতে ৩টি উইকেটেরই দরকার ছিল রশিদের, আরব আমিরাতের বিপক্ষে তিনি সে ক’টা উইকেটই শিকার করেছেন।

এই মুহূর্তে রশিদ খান ৯৮ ম্যাচে ১৬৫ উইকেট নিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ উইকেট শিকারি। রশিদ খান আর টিম সাউদি বাদে এই তালিকার শীর্ষ পাঁচে আছেন দুই বাংলাদেশি। একজন সাকিব আল হাসান, যার দখলে অনেক দিন ধরে ছিল এই রেকর্ডটা। আর তার পিছনে ছুটছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।

১২৯ ম্যাচে বাঁহাতি স্পিনার সাকিবের উইকেটসংখ্যা ১৪৯টি। আর মুস্তাফিজুর রহমানের ১১৩ ম্যাচে উইকেট সংখ্যা ১৪২টি। সাকিব মোস্তাফিজের ওপরে, এই তালিকার তিনে আছেন আরও এক নিউজিল্যান্ড বোলার। কিউই লেগ স্পিনার ইশ সোধি ১২৬ ম্যাচে পেয়েছেন ১৫০টি উইকেট।

সর্বশেষ সংবাদ

নির্বাচনে অন্য দেশের থাবা মারার কোনো সুযোগ যেন না থাকে: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, ‘প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সুস্পষ্টভাবে বলেছেন ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত...

এই বিভাগের অন্যান্য সংবাদ