spot_img

এমবাপ্পের জোড়া গোলে রিয়ালের টানা দ্বিতীয় জয়

অবশ্যই পরুন

লা লিগার নতুন মৌসুমে দুর্দান্ত ফর্মে আছে রিয়াল মাদ্রিদ। প্রথম ম্যাচে সলিড জয় পাওয়ার পর দ্বিতীয় ম্যাচেও অনায়াসেই তিন পয়েন্ট তুলে নিল জাবি আলোনসোর শিষ্যরা। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোল আর ভিনিসিয়ুস জুনিয়রের শেষ মুহূর্তের সাফল্যে প্রমোশন পাওয়া ওভিয়েদোকে উড়িয়ে দিয়েছে তারা ৩–০ গোলে।

প্রথম ম্যাচে ওসাসুনাকে ১–০ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে রিয়ালের সামনে ছিল ভিন্ন রকম চ্যালেঞ্জ, অচেনা প্রতিপক্ষের বিপক্ষে প্রায় অচেনা মাঠে খেলতে নামা। তবে সেই পরীক্ষায়ও বেশ স্বচ্ছন্দেই উতরে গেছে জাবি আলোনসোর শিষ্যরা।

আজকের শুরুর একাদশে আলোনসো রাখেন কয়েকটি চমক। বেঞ্চে বসানো হয় ভিনিসিয়ুস জুনিয়রকে, তার জায়গায় বাম পাশে খেলানো হয় ছন্দ হারানো রদ্রিগোকে। আরও বড় চমক ডান প্রান্তে—মাত্র আঠারো বছর বয়সী ফ্রাংকো মাস্তানতুয়োনো প্রথমবারের মতো রিয়ালের শুরুর একাদশে সুযোগ পান, গত ম্যাচে খেলা ব্রাহিম দিয়াজের পরিবর্তে।

প্রথমার্ধে রদ্রিগো ছিলেন চোখে পড়ার মতো। বারবার ভেঙেছেন ওভিয়েদোর রক্ষণ দেয়াল। স্বাগতিকেরা ভরসা রেখেছিল মূলত পাল্টা আক্রমণে। তাতে লাভ হয়নি খুব একটা।

বল দখলে আধিপত্য ছিল মাদ্রিদের। চাপও তৈরি করছিল নিয়মিত। কিন্তু একেবারে গোল মুখে গিয়ে আটকে যাচ্ছিল আক্রমন। অবশেষে ৩৭ মিনিটে অপেক্ষার অবসান। দারুণ এক ট্যাকলে বল কেড়ে নেন চুয়ামেনি। এরপর পান আরদা গুলের। তাঁর কাছ থেকে এমবাপ্পে। চমৎকার টার্ন নিয়ে ফরাসি স্ট্রাইকার নিচু শটে জালের কোণে জড়িয়ে দিলেন বল।

দ্বিতীয়ার্ধে কিছুটা ধীর লাগছিল মাদ্রিদকে। কয়েকজন খেলোয়াড়কে ক্লান্ত দেখাচ্ছিল। সুযোগ বুঝে ওভিয়েদো চাপ তৈরি করতে শুরু করল। তবে এর আগেই ম্যাচ শেষ করে দিলেন এমবাপ্পে–ভিনিসিয়ুস জুটি। বদলি নেমে দুর্দান্ত প্রেসে বল কাড়লেন ভিনিসিয়ুস, বাড়ালেন এমবাপ্পেকে। ফরাসি তারকা ঠিকঠাক জায়গা খুঁজে নিয়ে করলেন ম্যাচে নিজের দ্বিতীয় গোল। ম্যাচের তখন ৮৩ মিনিট।

যোগ করা সময়ে রিয়াল সমর্থকদের জন্য বিশেষ মুহূর্ত এনে দেন ভিনিসিয়ুস জুনিয়র। একাই বল টেনে নিয়ে প্রতিপক্ষের রক্ষণ ভেদ করে দারুণ শটে জালে বল জড়িয়ে ম্যাচের ফল দাঁড় করান ৩–০ তে।

টানা দুই পরাজয়ে মৌসুম শুরু করা ওভিয়েদো আগামী ম্যাচে লড়বে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে। আর রিয়াল মাদ্রিদ নামবে ৩০ আগস্ট, সান্তিয়াগো বার্নাব্যুতে, তাদের প্রতিপক্ষ মায়োর্কা।

সর্বশেষ সংবাদ

৭৩৯টি ওষুধের দাম নির্ধারণের ক্ষমতা সরকারের হাতে ফিরলো

৭৩৯টি ওষুধের দাম নির্ধারণের ক্ষমতা ফিরলো সরকারের হাতে। আদালত অত্যাবশ্যকীয় এসব ওষুধের মূল্য নির্ধারণের ক্ষমতা উৎপাদনকারীর পরিবর্তে সরকারকে ঠিক...

এই বিভাগের অন্যান্য সংবাদ