spot_img

পারমাণবিক অস্ত্রের মজুত বাড়ানোর ঘোষণা কিমের

অবশ্যই পরুন

পারমাণবিক অস্ত্রের মজুত বাড়ানোর ঘোষণা দিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।

সোমবার (১৮ আগস্ট) নৌবাহিনীর নবনির্মিত যুদ্ধজাহাজ পরিদর্শনকালে এমন ঘোষণা দেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কেআরটি।

প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার ক্রমাগত হুমকি আর সামরিক মহড়ার বিপরীতে এই সিদ্ধান্ত নিয়েছে পিয়ংইয়ং।

এর আগে, চলতি সপ্তাহে যৌথ সামরিক মহড়ার ঘোষণা দেয় ওয়াশিংটন-সিউল। অনুষ্ঠানে যার কড়া সমালোচনা করেন কিম জং উন। তিনি দাবি করেন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে আগ্রাসী আচরণের উদ্দেশ্যেই এমন পদক্ষেপ দেশ দু’টির। যা যেকোনো সময় সত্যিকারের যুদ্ধ উসকে দিতে পারে। যদিও মহড়াগুলো প্রতিরক্ষামূলক বলে বরাবরই দাবি করে আসছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া।

উল্লেখ্য, চলতি বছরের ২৯ জানুয়ারি একটি ইউরেনিয়াম উৎপাদন ও পারমাণবিক অস্ত্র ইনস্টিটিউট পরিদর্শনের সময় একই কথা বলেছিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ এই নেতা।

সর্বশেষ সংবাদ

ইউক্রেন সংঘাত মেটাতে চান পুতিন: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি বিশ্বাস করেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সত্যিই ইউক্রেন সংঘাত মেটাতে আগ্রহী। সোমবার (১৮...

এই বিভাগের অন্যান্য সংবাদ