spot_img

অপ্রত্যাশিত মোড়ে থেমে গেল বহুল প্রতীক্ষিত ছবি ‘দেবারা ২’

অবশ্যই পরুন

ঘটনার অপ্রত্যাশিত মোড়ে থেমে গেল বহুল প্রতীক্ষিত ছবি ‘দেবারা ২’। দক্ষিণী তারকা জুনিয়র এনটিআর অভিনীত ‘দেবারা’র সিক্যুয়েল নিয়ে দর্শকদের আগ্রহ ছিল আকাশচুম্বী। মুক্তির পরপরই কোরাতালা শিভা এই সিক্যুয়েলের ঘোষণা দেন এবং জানা গিয়েছিল, চিত্রনাট্যও প্রায় প্রস্তুত। কেবল অপেক্ষা ছিল এনটিআরের সময়সূচি মিলিয়ে নেওয়ার।

তবে সূত্র বলছে, এনটিআরের ব্যস্ততা প্রকল্পটিকে ভেস্তে দিয়েছে। বর্তমানে তিনি প্রশান্ত নীলের ‘ড্রাগন’ ছবির কাজে ব্যস্ত। একই সঙ্গে প্রস্তুতি নিচ্ছেন ত্রিবিক্রম শ্রীনিবাস পরিচালিত পৌরাণিক কাহিনিভিত্তিক নতুন ছবির জন্য, যা প্রযোজনা করছে হারিকা অ্যান্ড হাসিনি ক্রিয়েশনস ও সিতারা এন্টারটেইনমেন্টস।

এই সব ব্যস্ততার কারণে ‘দেবারা ২’-কে আর অগ্রাধিকার দিচ্ছেন না এনটিআর। এদিকে পরিচালক কোরাতালা শিভা নতুন পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি নাকি অন্য অভিনেতাদের নিয়ে ভিন্ন চিত্রনাট্য তৈরি করছেন। শক্ত গুঞ্জন রয়েছে, এই প্রজেক্টে নাগা চৈতন্যকে পাওয়া যেতে পারে।

এমন খবর ভক্তদের জন্য হতাশাজনক, যারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন দেবার কাহিনি অব্যাহত দেখতে। তবে বাস্তবতা হলো, এনটিআর ও কোরাতালা দু’জনেই আপাতত ভিন্ন সৃজনশীল যাত্রায় হাঁটছেন।

সর্বশেষ সংবাদ

প্রথম ম্যাচেই পয়েন্ট হারালো বিশ্বচ্যাম্পিয়ন ক্লাব চেলসি

ইংলিশ প্রিমিয়ার লিগে হতাশার মোড়কে নতুন মৌসুম শুরু হলো বিশ্বচ্যাম্পিয়ন চেলসি। ক্রিস্টাল প্যালেসের সাথে গোল শুন্য ড্র করেছে উত্তর...

এই বিভাগের অন্যান্য সংবাদ