বলিউডে তারকা খ্যাতি, একের পর এক হিট সিনেমা, বিলাসী জীবন আর শত কোটির সাম্রাজ্য—সবই রয়েছে আলিয়া ভাটের ঝুলিতে। তবে কেবল পর্দাতেই নয়, বাস্তব জীবনেও তিনি প্রমাণ করেছেন, আসল নায়িকা কীভাবে হতে হয়। যেখানে অনেকে সাফল্যে মশগুল হয়ে অতীতকে ভুলে যান, সেখানে আলিয়া মনে রেখেছেন নিজের পথচলার প্রথম সঙ্গীদের। সম্প্রতি নিজের গাড়িচালক ও গৃহকর্মীকে বাড়ি কেনার জন্য ৫০ লক্ষ রুপি করে মোট এক কোটি রুপি অর্থ সাহায্য করেছেন এই তারকা, গড়ে তুলেছেন মানবিকতার এক নিঃশব্দ নজির।
২০১৯ সালেও নাকি সুনীল ও অমোল নামের ওই দুই কর্মীকে আর্থিকভাবে সহযোগিতা করেছিলেন তিনি। এবার একেবারে মাথা গোঁজার ঠাঁই করে দিয়ে নজির গড়লেন এই অভিনেত্রী।
আলিয়া এখন শুধু কাপুর পরিবারের বউমা নন, নিজেই এক বিশাল সাম্রাজ্যের মালকিন। ‘জিকিউ ইন্ডিয়া’র তথ্যমতে, বলিউডে আলিয়ার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৫৫০ কোটি রুপি। যা স্বামী রণবীর কাপুরের (৩৪৫ কোটি) ও ননদ কারিনা কাপুরের (৪৮৫ কোটি) সম্পত্তির পরিমাণকেও পেছনে ফেলেছে।
আলিয়ার আয়ের উৎস বহুস্তরীয়—চলচ্চিত্র, বিজ্ঞাপন, প্রযোজনা সংস্থা, রিলায়েন্সের সঙ্গে যৌথভাবে পরিচালিত শিশুদের পোশাক ব্র্যান্ড এবং একাধিক রিয়েল এস্টেট বিনিয়োগ। নিজের মা সোনি রাজদান ও দিদি শাহিন ভাটকে ইতিমধ্যেই ফ্ল্যাট উপহার দিয়েছেন তিনি। অন্যদিকে রণবীরের সঙ্গে যৌথভাবে ‘কাপুর ম্যানশন’ তৈরি করতে প্রায় ২০০ কোটি রুপি বিনিয়োগ করেছেন।