spot_img

বিপিএল খেলা পাকিস্তানি প্লেয়ারদের ইনপুট অনুযায়ী পরিকল্পনা সাজিয়েছি: সালমান আগা

অবশ্যই পরুন

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে তিন ম্যাচের এ সিরিজের সব কটিই হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। আগামীকাল রোববার (২০ জুলাই) হবে প্রথম ম্যাচ।

বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরুর আগে আজ শনিবার (১৯ জুলাই) মিরপুরে সংবাদ সম্মেলনে পাকিস্তানের অধিনায়ক সালমান আগা এলেন একদম নির্ধারিত সময়ে।

বাংলাদেশে পাকিস্তান সর্বশেষ ম্যাচ খেলেছে ৪ বছর আগে। তবে, বাংলাদেশে বেশকিছু ক্রিকেটারের বিপিএল খেলার অভিজ্ঞতার কথা শুনেছেন পাকিস্তান অধিনায়ক সালমান।

তাদের সঙ্গে বাংলাদেশের কন্ডিশন নিয়ে কি কথা হয়েছে—প্রশ্নের উত্তরে সালমান বলেছেন, ‘এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। বেশির ভাগ খেলোয়াড়ই বিপিএল খেলেছে। তাদের সঙ্গে কথা হয়েছে। তারা তাদের ইনপুট দিয়েছে, আমরা ওই অনুযায়ী পরিকল্পনা সাজিয়েছি।’

পাকিস্তান টি–টোয়েন্টি বাবর–রিজওয়ান ছিটকে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘পাকিস্তানের জন্য তারা বেশ ভালো করেছে। সেভাবেই খেলেছে, যেভাবে খেলা উচিত। কিন্তু হ্যাঁ, টি–টোয়েন্টি প্রতিবছরই বদলে যাচ্ছে, সত্যি বলতে প্রতি ছয় মাসেই বদলায়। আমরা এখন যেভাবে খেলতে চাই, আমাদের ওই ধরনের খেলোয়াড় আছে। আমাদের এখন যে খেলোয়াড়রা আছে, তারা খুবই ভালো আর রোমাঞ্চকর।’

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান আক্রমণাত্মক খেলবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা আমাদের খেলার ধরন বদলেছি। কিন্তু কন্ডিশন পর্যবেক্ষণ করাটাও গুরুত্বপূর্ণ। আমরা দেখব কন্ডিশন কেমন আর আমরা কীভাবে খেলতে চাই। যদি কন্ডিশন তেমন হয় (আক্রমণাত্মক ক্রিকেট খেলার মতো), তাহলে আমরা সেই অনুযায়ী খেলবো। আর যদি কন্ডিশন তেমন না হয়, তাহলে আমরা ওই অনুযায়ীই খেলব।

তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য গড়ের চেয়ে ১০ থেকে ১৫ রান বেশি করা এবং বোলিংয়ের ক্ষেত্রে প্রতিপক্ষ দলকে গড়ের চেয়ে কমে আটকে রাখা।’

সর্বশেষ সংবাদ

চীনের জলবিদ্যুৎ প্রকল্পে ভাটির দেশগুলোর কোনো ক্ষতি হবে না: রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আজ সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

এই বিভাগের অন্যান্য সংবাদ