spot_img

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

অবশ্যই পরুন

টানা কয়েকদিনের বৃষ্টিতে বায়ুদূষণ কিছু্টা কমলেও আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর। বিশ্বে বায়ুদূষণের তালিকায় শহরটি সপ্তম অবস্থানে রয়েছে। শুক্রবার (১৮ জুলাই) সকাল ৯টার দিকে ঢাকার একিউআই স্কোর ছিল ১২৩। সংবেদনশীল গোষ্ঠীর জন্য আজ ঢাকার বাতাসের মান অস্বাস্থ্যকর।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান নির্ধারণ সংস্থা আইকিউএয়ার এ তথ্য জানিয়েছে। শুক্রবারের তালিকায় সবচেয়ে দূষিত শহর হিসেবে উঠে এসেছে কঙ্গোর রাজধানী কিনশাসা। যার একিউআই স্কোর সর্বোচ্চ রেকর্ড ১৭৪। এরপর যথাক্রমে ১৬৭, ১৫৯ ও ১৫৫ স্কোর নিয়ে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা, পাকিস্তানের লাহোর, ও বাহরাইনের মানামা।

ঢাকা দীর্ঘদিন ধরেই বায়ুদূষণের মারাত্মক প্রভাবে ভুগছে। বিশেষ করে শীতকালে বায়ুমান থাকে ভয়াবহ মাত্রায় খারাপ, যদিও বর্ষায় সাময়িক উন্নতি দেখা যায়। কিন্তু আজকের মতো ছুটির দিনেও বায়ুর মান আশাব্যঞ্জক নয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, প্রতি বছর বায়ুদূষণের কারণে বিশ্বে আনুমানিক ৭০ লাখ মানুষ প্রাণ হারান। বায়ুদূষণজনিত মৃত্যুর প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে স্ট্রোক, হৃদরোগ, দীর্ঘস্থায়ী শ্বাসকষ্ট (COPD), ফুসফুসের ক্যানসার এবং তীব্র শ্বাসতন্ত্র সংক্রমণ।

সর্বশেষ সংবাদ

ঢাকায় আসছে বিশ্বকাপ ট্রফি

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য সুখবর দিলো বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আগামী জানুয়ারিতে ঢাকায় আসছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের বহুল কাঙ্ক্ষিত...

এই বিভাগের অন্যান্য সংবাদ