spot_img

ট্রাম্পের শরীরে ধরা পড়ল ‘ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি’ রোগ

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই পায়ে সাম্প্রতিক ফোলা নিয়ে পরীক্ষা-নিরীক্ষার পর তিনি ‘ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি’ নামক এক শারীরিক সমস্যায় আক্রান্ত হয়েছেন। এমনটি জানিয়েছে হোয়াইট হাউস। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৭ জুলাই) প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট প্রেসিডেন্টের চিকিৎসক ক্যাপ্টেন শন বারবাবেলার লেখা একটি চিঠি পড়ে শোনান। এতে বলা হয়, ৭৯ বছর বয়সী ট্রাম্প সম্প্রতি দুই পায়ের নিচের অংশে হালকা ফোলার উপসর্গ অনুভব করছিলেন, যার পরিপ্রেক্ষিতে তার একটি পূর্ণাঙ্গ শারীরিক পরীক্ষা করা হয়, যার মধ্যে ছিল রক্তনালীর পরীক্ষা বা ডপলার আল্ট্রাসাউন্ড।

চিঠিতে আরও উল্লেখ করা হয়,‘এই পরীক্ষায় ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি ধরা পড়েছে-যা একটি সাধারণ ও অক্ষতিকর অবস্থা, বিশেষ করে ৭০ বছর ঊর্ধ্বদের মাঝে।’ তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষেত্রে ডিপ ভেইন থ্রম্বোসিস (ডিভিটি) বা ধমনী-সংক্রান্ত কোনো রোগের প্রমাণ পাওয়া যায়নি এবং তার হৃদপিণ্ড, কিডনি বা অন্য কোনো অঙ্গ-প্রত্যঙ্গেও কোনো ত্রুটি ধরা পড়েনি।

এটি এমন এক শারীরিক অবস্থা, যেখানে শরীরের শিরাগুলোর মধ্যে থাকা ভাল্বগুলো সঠিকভাবে কাজ না করায় রক্ত নিচের দিকে জমে যেতে থাকে। এতে পায়ে ফোলা, ব্যথা, নীলচে শিরা, চুলকানি বা ত্বকে পরিবর্তন দেখা দিতে পারে।

হাভার্ড মেডিকেল স্কুলের জরুরি বিভাগের অধ্যাপক ড. জেরেমি ফাউস্ট সংবাদমাধ্যম সিএনএনকে বলেন,’এটি কোনো গুরুতর বিষয় নয় এবং বয়সজনিত স্বাভাবিক অবস্থা বলেই ধরা যায়, বিশেষ করে ট্রাম্পের মতো কিছুটা স্থূলতা-সম্পন্ন ব্যক্তিদের ক্ষেত্রে।’ তবে চিকিৎসকরা এটিও বলেছেন, এই ধরনের লক্ষণ অন্যান্য গুরুতর রোগের ইঙ্গিতও হতে পারে, তাই সতর্কতামূলকভাবে ট্রাম্পের হার্ট, ফুসফুস ও কিডনি পরীক্ষা করা হয়েছে।

কার্ডিওলজিস্ট ড. বার্নার্ড অ্যাশবি বলেন,‘যদিও এটি একটি ‘বেনাইন’ (অক্ষতিকর) অবস্থা, তবে সেটি এককভাবে নির্ভরযোগ্য নয়। এই সমস্যা অন্য কোনো বড় শারীরিক সমস্যার উপসর্গও হতে পারে। যেমন হার্টে বা ফুসফুসে বাড়তি চাপ থাকলে এর প্রভাব শিরায় পড়তে পারে।’ চিকিৎসকদের মতে, বয়স, স্থূলতা, কম শারীরিক সক্রিয়তা এবং দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা বা বসে থাকাই এই সমস্যার সাধারণ কারণ। তবে নিয়মিত পর্যবেক্ষণ ও প্রয়োজনে চিকিৎসার মাধ্যমে এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

হোয়াইট হাউসের বক্তব্য অনুযায়ী, প্রেসিডেন্ট এখন কোনো শারীরিক অস্বস্তি অনুভব করছেন না এবং তার সব ল্যাব টেস্ট স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ সংবাদ

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের সূচি প্রকাশ

ক্লাব বিশ্বকাপ দিয়ে শেষ হয়েছে ২০২৪-২৫ মৌসুম। এখন অপেক্ষা নতুন মৌসুমের। এর মধ্যেই শুরু হয়ে গেছে দলগুলোর ব্যস্ততা। কেউ...

এই বিভাগের অন্যান্য সংবাদ