spot_img

ভোটার তালিকায় যুক্ত ১৭ হাজার ৩৬৭ জন প্রবাসী

অবশ্যই পরুন

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বলেছেন, নতুন করে ৫টি দেশে ভোটার তালিকা সংগ্রহের জন্য অনুমতি পাওয়া গেছে। এগুলো নিয়ে পর্যায়ক্রমে কাজ শুরু করেছে কমিশন। ৯টি দেশের ১৭ জাহার ৩৬৭ জন প্রবাসী এরই মধ্যে ভোটার তালিকায় যুক্ত হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এনআইডি বলেন, জাপানে ১৫ তারিখে ভোটার তালিকা সংগ্রহ চালু হওয়ার কথা ছিল, তবে টেকনিকাল সমস্যার জন্য সময় লাগছে। পাবলিক আইপি না পাওয়ায় আটকে আছে জাপানের কাজ। তবে আমেরিকার ওয়াশিংটন ডিসি, নিউইয়র্কসহ সবগুলা অঞ্চলেই এখন ভোটার তালিকা সংগ্রহের কাজ করা যাবে।

তিনি জানান, এর মধ্যে মধ্যপ্রাচ্যের দেশগুলো প্রাধান্য পেয়েছে। দক্ষিণ আফ্রিকা, জর্ডান, মালদ্বীপ ও ওমানে কাজ শুরু হয়েছে।

সর্বশেষ সংবাদ

বিবিসির বিরুদ্ধে মামলা করার অধিকার আমার আছে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার বক্তৃতার একটি অংশ যেভাবে বিবিসির ‘প্যানোরামা প্রামাণ্যচিত্রে’ সম্পাদনা করা হয়েছে, সেই কারণে বিবিসির...

এই বিভাগের অন্যান্য সংবাদ