spot_img

মাশালা টাইপ সিনেমায় অভিনয় করতে চান মন্দিরা

অবশ্যই পরুন

অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী। ‘কাজলরেখা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রেখেছিলেন ‍তিনি। প্রথম ছবিতেই বেশ দর্শকপ্রিয়তা পান। এরপর গেল ঈদে মুক্তি পাওয়া তার সিনেমা ‘নীলচক্র’ যা প্রশংসিত হয় দর্শকমহলে। আর সেই সঙ্গে অনুরাগীদেরও প্রিয়মুখে পরিণত হন মন্দিরা। বর্তমানে একাধিক কাজের প্রস্তাব হাতে রয়েছে তার। তবে তিনি মাশালা টাইপ সিনেমায় অভিনয় করতে আগ্রহী। সেই সঙ্গে আইটেম গানেও নাচতে চান মন্দিরা।

সম্প্রতি দেশের এক সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে নিজের এ ইচ্ছার কথা জানান মন্দিরা।

নায়িকা বলেন, ‘একদম মাশালা টাইপের সিনেমায় কাজ করতে চাই। আমি নাচের মেয়ে। এখন পর্যন্ত যেসব ছবিতে অভিনয় করেছি, তেমনভাবে নাচের মুনশিয়ানা দেখানোর সুযোগ পাইনি। আমি যেমন পিওর রোমান্টিক গানে পারফর্ম করতে চাই, তেমনি আইটেম গানেও নিজেকে উপস্থাপন করতে চাই।’

হাতে সাতটি ছবির প্রস্তাব আছে জানিয়ে মন্দিরা বলেন, ‘আমার কাছে সাতটি ছবির প্রস্তাব এসেছে। এর মধ্যে চারটি ছবিতে শরীফুল রাজকে নায়ক হিসেবে ভেবেছেন পরিচালক। অন্য তিনটির মধ্যে প্রথম সারির দুজন নায়ক রয়েছেন। আমি ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে চাইছি। যেটা করব, সেটা নিয়ে যেন আলোচনা হয়, সমাদৃত হয়, এমনটাই ইচ্ছা।’

চ্যানেল আইয়ের রিয়েলিটি শো ‘সেরা নাচিয়ে’ দিয়ে বিনোদন অঙ্গনে পথচলা শুরু করেন মন্দিরা। এরপর ‘কাজলরেখা’ ছবিটি তাকে আরও পরিচিতি এনে দেয়। এতে তাঁর বিপরীতে ছিলেন শরীফুল রাজ। এরপর ‘নীলচক্র’ ছবিতে অভিনয় করেন আরিফিন শুভর বিপরীতে।

সর্বশেষ সংবাদ

দ্বিকক্ষ সংসদ নিয়ে ঐক্যমত্য আসেনি, কমিশন সবার মতামত নিয়ে সিদ্ধান্ত জানাবে: সালাহউদ্দিন

বিএনপি কোনোভাবেই সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না বলে ফের স্পষ্ট করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।...

এই বিভাগের অন্যান্য সংবাদ