spot_img

স্থলবন্দর দিয়ে বাংলাদেশি কাপড় ও পাটজাত পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা

অবশ্যই পরুন

স্থলবন্দর দিয়ে বাংলাদেশে তৈরি কাপড়, পাট ও সুতার পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। শুক্রবার (২৭ জুন) ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদফতরের মহাপরিচালক এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

বিবৃতিতে জানানো হয়, ভারত স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে কোনো পণ্য আমদানি করবে না। তবে, নাহভা শেভা সমুদ্রবন্দর দিয়ে নির্দিষ্ট কিছু পণ্য আমদানি করা যাবে। এসব পণ্যের মধ্যে রয়েছে পাটজাত পণ্য, একাধিক ভাঁজের বোনা কাপড়, একক শণসুতা, পাটের একক সুতা, ব্লিচ না করা পাটের বোনা কাপড়।

এর আগে গত মে মাসে ভারতের স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাক আমদানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত। এতে বাংলাদেশের পোশাক রফতানি খাতে বিরূপ প্রভাব পড়ে।

সর্বশেষ সংবাদ

পাকিস্তানের নতুন ওয়ানডে অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি

একটানা ব্যর্থতার কারণে সুতোয় ঝুলছিলো মোহাম্মদ রিজওয়ানের ভাগ্য। তবে গুঞ্জন সত্যি করে এই উইকেটরক্ষক-ব্যাটার অবশেষে পাকিস্তানের নেতৃত্ব হারালেন। তার...

এই বিভাগের অন্যান্য সংবাদ