চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের সামরিক উত্তেজনার কারণে আইপিএল ও পিএসএল স্থগিত করা হয়েছিল। দুই দেশের দুই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আজ (শনিবার) থেকে আবারও মাঠে গড়াচ্ছে। পরিবর্তিত পরিস্থিতিতে বদলে গেছে অনেক কিছুই। এর আগে দল না পাওয়া সাকিব আল হাসানকে পিএসএলের লাহোর কালান্দার্স এবং মুস্তাফিজুর রহমানকে নিয়েছে তার পুরোনো আইপিএল ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস।
এক সপ্তাহেরও বেশি সময় স্থগিত থাকার পর আজ একইদিন দ্বিতীয় দফায় শুরু হচ্ছে আইপিএল ও পিএসএল। ভারতীয় লিগটিতে দিনের একমাত্র ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হবে। অন্যদিকে, পিএসএলে আজ লড়বে পেশোয়ার জালমি ও করাচি কিংস। এর আগে পেশোয়ারের হয়ে পাকিস্তানে খেলতে গিয়েও অভিষেক হয়নি বাংলাদেশি পেসার নাহিদ রানার। আর আজ তিনি ও রিশাদ নামবেন আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে।
আইপিএলের নিলামে এবার কোনো বাংলাদেশি ক্রিকেটারই দল পাননি। তবে পরবর্তিত পরিস্থিতিতে বিদেশি ক্রিকেটার নিয়ে সংকটে পড়েছে বেশকিছু ফ্র্যাঞ্চাইজি। মিচেল স্টার্কের শূন্যতা পূরণে দিল্লি দলে ভিড়িয়েছে মুস্তাফিজকে। এর আগেও তাদের জার্সিতে দুটি আসর খেলার অভিজ্ঞতা রয়েছে এই কাটার মাস্টারের। মুস্তাফিজ বিসিবি থেকে আগামী ১৮ মে থেকে ২৪ মে পর্যন্ত আইপিএলে খেলার এনওসি পেয়েছেন। নতুন শুরুর পর দিল্লির প্রথম ম্যাচও ১৮ মে। সেই ম্যাচ থেকেই মুস্তাফিজকে পাচ্ছে দিল্লি।
অন্যদিকে, একইভাবে বিদেশি ক্রিকেটারের সংকটে পড়েছে পিএসএলও। নিউজিল্যান্ডের অলরাউন্ডার ড্যারিল মিচেলের বদলি হিসেবে লাহোর দলে ভেড়ায় সাকিবকে। এই বাংলাদেশি অলরাউন্ডারের আবেদনের ভিত্তিকে বিসিবি তাকেও ছাড়পত্র (এনওসি) দিয়েছে। পিএসএল দ্বিতীয় দফায় শুরু হচ্ছে আজ থেকে। আর সাকিবের লাহোর কালান্দার্স ম্যাচ খেলতে নামবে আগামীকাল রোববার।
পিএসএলে সাকিবের ম্যাচসূচি
১৮ মে– লাহোর কালান্দার্স বনাম পেশোয়ার জালমি– রাত ৯টা
লিগপর্বে এটি লাহোর শেষ ম্যাচ। দলটি প্লে-অফে উঠতে পারলে আরও ম্যাচ খেলার সুযোগ পাবেন সাকিব। এর আগে ফ্র্যাঞ্চাইজিটির জার্সিতে খেলার অভিজ্ঞতা রয়েছে। অন্যদিকে, মুস্তাফিজের সামনে লিগপর্ব ছাড়াও প্লে-অফে খেলার সুযোগ আছে। যদিও পাকিস্তান সিরিজের কারণে তার এনওসির মেয়াদ ২৪ মে পর্যন্ত। এরপর তার মেয়াদ বাড়ায় কিনা সেটা এখনই বলা যাচ্ছে না।
আইপিএলের লিগপর্বে মুস্তাফিজের ম্যাচসূচি
১৮ মে– দিল্লি ক্যাপিটালস বনাম গুজরাট টাইটান্স– রাত ৮টা
২১ মে– মুম্বাই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালস– রাত ৮টা
২৪ মে– দিল্লি ক্যাপিটালস বনাম পাঞ্জাব কিংস– রাত ৮টা