spot_img

দেশের গণ্ডি পেরিয়ে তাহসিন মাহিনের ‘ইন ব্লিসফুল হেল’ এখন বুলগেরিয়ায়

অবশ্যই পরুন

তাহসিন মাহিন পরিচালিত প্রামাণ্যচিত্র ‘ইন ব্লিসফুল হেল’ দেশের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গেছে আন্তর্জাতিক অঙ্গনে। প্রামাণ্যচিত্রটি এবার অফিসিয়াল সিলেকশন পেয়েছে বুলগেরিয়ার স্বনামধন্য গোল্ডেন ফেমি ফিল্ম ফেস্টিভাল ২০২৫ এ।

চলচ্চিত্রটি আগামী ৭ জুন ২০২৫, স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় অবস্থিত সোফিয়া ব্যালকান প্যালেসের “Royal” হলে প্রদর্শিত হবে। এছাড়াও, প্রদর্শনী গোল্ডেন ফেমি ফিল্ম ফেস্টিভালের অফিসিয়াল ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হবে।

এর আগে ‘ইন ব্লিসফুল হেল’ বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫-এ প্রদর্শিত হয়েছে এবং প্রামাণ্যচিত্র পরিষদ-এর আনুষ্ঠানিক নির্বাচনেও জায়গা করে নিয়েছে।

একটি অসামান্য মানবিক গল্প, যেখানে দারিদ্র্য, সংগ্রাম ও বিশ্বাসের মাঝে জীবনের সৌন্দর্য খুঁজে নেওয়ার কথা উঠে এসেছে, সেই গল্পই এখন আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে।

সর্বশেষ সংবাদ

আমদানি-রফতানি সহজীকরণ ও দ্রুত পন্য খালাসে কর্মকর্তাদের উজ্জীবিত করতে নির্দেশনা

ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য সহজীকরণ ও দ্রুত পন্য খালাসের লক্ষ্যে কাস্টমস কর্মকর্তাদের উজ্জীবিত করতে নির্দেশনা দেয়া হয়েছে।...

এই বিভাগের অন্যান্য সংবাদ