spot_img

কাশ্মীরে পর্যটক হত্যার ঘটনায় আইন উপদেষ্টার নিন্দা

অবশ্যই পরুন

দক্ষিণ কাশ্মীরের পহেলগামের বাইসরান উপত্যকায় ভয়াবহ হামলায় অন্তত ২৬ জন পর্যটক নিহত হয়েছে। এই হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বুধবার (২৩ এপ্রিল) সকাল ১১টার দিকে তিনি তার নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে এই নিন্দা জানান।

ফেসবুক পোস্টে আইন উপদেষ্টা বলেন, কাশ্মীরে পর্যটক হত্যার নিন্দা জানাই। তবে এর পেছনে কারা আছে তা জানা প্রয়োজন।

আসিফ নজরুলের ফেসবুক পোস্টের বাকি অংশ হুবহু তুলে ধরা হলো:

পোস্টে তিনি তুলে ধরেন, পাকিস্তানকে প্রত্যাঘাত করা হবে কি হবে না, আমার কাছে immaterial !  আমি simply বিশ্বাস করি না, অমিত শাহ – অজিত দোভালদের সাহায্য ছাড়া কোনো অস্ত্র বা অস্ত্র চালানোর লোক কাশ্মীরে ঢুকতে পারে।  আগে তবুও অনেক জায়গা ছিল যেখান দিয়ে জঙ্গী ঢোকার সুযোগ ছিল।  এখন technology -র উন্নতির পরে সেই সব জায়গা অতি সহজেই নজরদারি করা যায়।  আর আমি কার্গিল যুদ্ধের পরে কাশ্মীরে গেছি।

আমি কোনোদিন শুনি নি, “পর্যটকদের জঙ্গীরা হত্যা করে” আমাকে মিলিটারি কমান্ডার বুঝিয়েছিলেন, “জঙ্গীরাও পর্যটকদের আক্রমণ করে না।  কাশ্মীর বেঁচে থাকে ট্যুরিজম এর উপরে।  ওদের টার্গেট আমরা। ” মানে কাশ্মীরের জঙ্গী আক্রমণের চরম পর্যায়তেও পর্যটকদের উপরে আক্রমণের ঘটনা দেখি নি।  আর পাহেলগাঁও – গুলমার্গ – শোনমার্গ মিলিটারি cover -এ মুড়ে রাখা হত ।

“জঙ্গীরা কোন ধর্ম সেটা জিজ্ঞাসা করে হত্যা করছিলো”, সেটাতেই বোঝা যায় যে প্ল্যানিং অনেক উপর থেকে এসেছে।
যদি পাকিস্তান দায়ী থাকে (বালোচিস্তানের বদলা), তাহলে পাকিস্তান থেকে লোকদের ঢুকতে দিয়েছে যে মোদী সরকার, তাদের দায় নিতে হবে বই কি !


“নরেন্দ্র মোদী জঙ্গি হামলা বন্ধ করে দিয়েছেন” – এই দাবিটা তাহলে মিথ্যা ছিল ?

লিখেছেন : Sayak Ghosh Choudhury , Kolkata

সর্বশেষ সংবাদ

মাদ্রাসা শিক্ষার্থীদের প্রযুক্তি শিক্ষায় কাতারের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশের লাখ লাখ মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য প্রযুক্তি শিক্ষার সুযোগ চালু করতে কাতার চ্যারিটির সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড....

এই বিভাগের অন্যান্য সংবাদ