যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সস্ত্রীক ভারত সফরে এসেছেন। সোমবার (২১ এপ্রিল) দিল্লির পালাম টেকনিক্যাল বিমানবন্দরে তাদেরকে স্বাগত জানান ভারতের কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ভ্যান্সের সঙ্গে সফর করছেন তার ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী ঊষা, দুই ছেলে ও এক মেয়ে।
ভারতে পা রেখেই সপরিবারে অক্ষরধাম মন্দিরে গিয়েছিলেন ভ্যান্স। এরপর সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক এবং নৈশভোজের পর জয়পুর এবং আগ্রার তাজমহল দেখতে যাওয়ার কথা রয়েছে ভ্যান্সের।
ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে এই আগাম বাণিজ্য চুক্তির আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতিকে মোদী এবং ভ্যান্স দুইজনই স্বাগত জানিয়েছেন। বাণিজ্য এবং শুল্কই ছিল দুইজনের আলোচ্যসূচির শীর্ষে।
এদিকে এই সফরের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি ভারতের ওপর চাপানো অতিরিক্ত শুল্কের বোঝা আপাতত ৯০ দিনের জন্য স্থগিত রেখেছেন ট্রাম্প। প্রতিটি দেশের সঙ্গে আলাদাভাবে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির পথ খুলতে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।
ভারতের সঙ্গে এমন একটি বাণিজ্য চুক্তি হলে উভয় দেশই উপকৃত হতে পারে। হোয়াইট হাউজ জানায়, ট্রাম্প প্রশাসন ভারতের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের বিষয়ে অগ্রাধিকার দিচ্ছে। ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে যে, জুলাই মাসের শেষের মধ্যেই এ বাণিজ্য চুক্তি সম্পন্ন করার ব্যাপারে তারা আশাবাদী।
নয়াদিল্লির এক কর্মকর্তা জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী মোদী এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মধ্যে বৈঠকের পর, এ সপ্তাহে নির্দিষ্ট একটি বাণিজ্য চুক্তি সম্পর্কিত আলোচনা হবে। অন্যদিকে, ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমনেরও ওয়াশিংটনে গিয়ে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনা করার কথা রয়েছে।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স ভারত সফরে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদার করা ছাড়াও অন্যান্য বিষয়ের মধ্যে জ্বালানি, কৌশলগত প্রযুক্তি এবং প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো নিয়েও আলোচনা করেছেন।