spot_img

গণতান্ত্রিক সংগ্রাম ও রাষ্ট্র সংস্কারে বিএনপি অগ্রগণ্য ভূমিকা পালন করেছে: আলী রীয়াজ

অবশ্যই পরুন

সংস্কার নিয়ে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বসেছে বিএনপি’র একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) জাতীয় সংসদ ভবনের এলডি হলে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

বৈঠকের আগে গণমাধ্যমের সাথে কথা বলেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

তিনি জানান, বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রাম ও রাষ্ট্র সংস্কারে বিএনপি অগ্রগণ্য ভূমিকা পালন করেছে। আলোচনার মধ্য দিয়ে জাতীয় সনদ তৈরি করাই সরকারের লক্ষ্য। এসময় সকলে মিলে জাতির আকাঙ্ক্ষা অনুযায়ী ঐকমত্য প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।

সংস্কারের সময় নিয়ে বলেন, এত সময় যেন না দেয়া হয় যাতে মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষা স্তিমিত হয়ে যায়।

বিএনপি সংস্কারের বিপক্ষে নয় উল্লেখ করে বলেন, যখন সংস্কারের কথা কেউ ভাবেনি তখন থেকে বিএনপি সংস্কারের কথা বলেছে। রাজনৈতিক ভাবে রাষ্ট্রের বেশিরভাগ সংস্কার বিএনপি করেছে বলেও জানান তিনি।

বৈঠকের বিষয়ে এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, রাষ্ট্রের সংস্কার প্রক্রিয়া চলছে। বিএনপিও অনেক আগে থেকেই সংস্কারের কথা বলছে। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এ বিষয়ে বৈঠকও হচ্ছে।

সর্বশেষ সংবাদ

ব্রাজিলের কোচ হওয়ার গুঞ্জনে স্কালোনি যা বললেন

ফুটবলীয় শত্রুতা তাদের সুবিদিত। সেই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ছেড়ে লিওনেল স্কালোনি ব্রাজিলের দায়িত্ব নেবেন, এমনটা হয়তো ঘোর স্বপ্নেও কল্পনা করতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ