spot_img

যুক্তরাষ্ট্রের শুল্কারোপে বিপাকে ফ্রান্সের অ্যালকোহল ব্যবসায়ীরা

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্র ইউরোপীয় পণ্যে ২০ শতাংশ শুল্কারোপ করায় চরম বিপাকে ফ্রান্সের অ্যালকোহল ব্যবসায়ীরা। এর আগে ফরাসী মদের অন্যতম আমদানীকারক চীনও এই পণ্যে কড়াকড়ি আরোপ করেছিল। আগেই খরচ কমাতে উৎপাদন কমিয়েছিলো অ্যালকোহল প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো। এখন ব্যবসা টিকিয়ে রাখা নিয়েই শঙ্কায় তারা।

ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৯ এপ্রিল থেকে ২০ শতাংশ শুল্ক আরোপ হতে যাচ্ছে ইউরোপের সব পণ্যের ওপর। মার্কিন প্রেসিডেন্টের নয়া নির্বাহী আদেশে শঙ্কায় ফরাসী অ্যালকোহল ব্যবসায়ীরা।

ফ্রান্সে তৈরি মদের প্রধান দুটি আমদানীকারক দেশ যুক্তরাষ্ট্র ও চীন। বৈদ্যুতিক গাড়ির ওপর ইউরোপীয় ইউনিয়নের শুল্কারোপের জেরে ফরাসি মদে কড়াকড়ি আরোপ করেছিলো বেইজিং। গেল এক বছরে অর্ধেকে নেমেছে চীনের বাজারে ফরাসি পানীয় রফতানির পরিমাণ। এবার যুক্তরাষ্ট্র শুল্ক ধার্য করায় অস্তিত্ব টিকিয়ে রাখা নিয়েই শঙ্কায় ফরাসী ব্যবসায়ীরা।

ইইউ ভুক্ত দেশগুলোর উপর বর্ধিত শুল্কারোপে আতঙ্ক ছড়িয়েছে ইউরোপের অন্যদেশগুলোর পানীয় ব্যবসায়ীদের মাঝেও। ভয়ে ওয়াইন ব্যবসায়ীদের অনেকেই বিক্রি করে দিচ্ছেন নিজেদের আঙ্গুরের বাগান। যুক্তরাষ্ট্র ও চীনের বিকল্প উপায় খুঁজছেন কেউ কেউ।

এদিকে মার্কিন অ্যালকোহল জাতীয় পণ্যে শুল্কারোপ করলে ইউরোপের উপর অতিরিক্ত ২শ’ শতাংশ পাল্টা শুল্কারোপের হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সর্বশেষ সংবাদ

বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে: প্রধান উপদেষ্টা

বিডিআর হত্যাকাণ্ড তদন্তে কমিশনকে অবশ্যই সফল হতে হবে। এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা...

এই বিভাগের অন্যান্য সংবাদ