spot_img

ঈদের ছুটি শেষে হিলি স্থলবন্দরের আমদানি রফতানি কার্যক্রম পুনরায় চালু

অবশ্যই পরুন

টানা আট দিন ছুটি শেষে আজ রোববার (৬ এপ্রিল) থেকে হিলি স্থলবন্দরের আমদানি রফতানি কার্যক্রম পুনরায় চালু হয়েছে। ঈদুল ফিতর উপলক্ষে গত ২৯ তারিখ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা আট দিন ছুটি ঘোষণা করে বন্দরের আমদানি রফতানিকারক গ্রুপ সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনসহ বন্দরের ব্যবসায়ী সংগঠন গুলো। ফলে এক সপ্তাহের বেশি সময় ধরে বন্দরের আমদানি রফতানি কার্যক্রম সহ সকল কার্যক্রম বন্ধ ছিলো।

টানা ছুটি শেষে বন্দরের কার্যক্রম পুনরায় চালু হওয়ায় বন্দর এলাকায় আবারও কর্ম চাঞ্চল্যতা ফিরতে শুরু করেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পণ্য নিতে আসা ট্রাকগুলো বন্দরের বিভিন্ন পয়েন্টে ভিড়তে শুরু করেছে।

বন্দরের বেসরকারি অপারেটর পানামা পোর্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, অন্যান্য দিনের মতো সকাল থেকে বন্দরের শ্রমিক কর্মচারীরা বন্দরে প্রবেশ করতে শুরু করেছে।

অন্যদিকে, ঈদের ছুটিতে বন্দরের আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে যাত্রী পারাপার অন্যান্য দিনের মতো স্বাভাবিক ছিলো।

সর্বশেষ সংবাদ

ক্ষমতায় থাকুক বা না থাকুক মানুষের কল্যাণে কাজ করবে বিএনপি: সালাহউদ্দিন

বিএনপি ক্ষমতায় থাকুক বা না থাকুক মানবতার সেবার মানুষের কল্যাণে সক্রিয় ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির...

এই বিভাগের অন্যান্য সংবাদ