spot_img

চাঁদপুরে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত

অবশ্যই পরুন

চাঁদপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় অভি ও নিলয় নামে ইতালি প্রবাসী দুই যুবক নিহত হয়েছে। নিহতরা সম্পর্কে খালাতো ভাই। সোমবার (৩ মার্চ) রাত সাড়ে নয়টায় চাঁদপুর শহরের পুরান বাজার গার্লস হাই স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অভি ও নিলয় নিজ বাসা থেকে বের হয়ে মোটরসাইকেল যোগে লোহারপুল এলাকায় আসছিলো। এ সময় বিপরীত দিক থেকে আসা প্রাণ কোম্পানির একটি পিকআপ ভ্যান তাদের মোটরসাইকেলটি চাপা দেয়।

পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চাঁদপুর সরকারি হাসপাতালে পাঠালে, সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এর আগে, গত ১১ জানুয়ারি অভি ও ১৮ই জানুয়ারি নিলয় ইতালি থেকে দেশে আসেন বলে জানায় নিহতের পরিবার।

সর্বশেষ সংবাদ

মিরপুরে মাঠ পরিদর্শনে নিউজিল্যান্ডের প্রতিনিধি দল

রাজনৈতিক কারণে ২০২৪ সালে ঘরের মাঠে বেশ কয়েকটি সিরিজ স্থগিত হয়েছিল বাংলাদেশ দলের। এর মধ্যে অন্যতম ছিল নিউজিল্যান্ড ‘এ’...

এই বিভাগের অন্যান্য সংবাদ