spot_img

আজীবন সম্মাননা পেলেন শচীন টেন্ডুলকার

অবশ্যই পরুন

ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের আজীবন সম্মাননা পেয়েছেন কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। শনিবার (১ ফেব্রুয়ারি) মুম্বাইয়ে বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাকে ‘সিকে নাইডু আজীবন সম্মাননায়’ ভূষিত করা হয়।

১৯৯৪ সাল থেকে ভারতের প্রথম অধিনায়ক সিকে নাইডুর নামে এই পুরস্কার দিয়ে আসছে বিসিসিআই। ৩১তম ক্রিকেটার হিসেবে টেন্ডুলকার পেলেন এই সম্মান। মাত্র ১৬ বছর বয়সে ১৯৮৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার এবং ২০১৩ সালে ক্রিকেটকে বিদায় জানান।

টেন্ডুলকার খেলেছেন ২০০টি টেস্ট ও ৪৬৩টি ওয়ানডে, যা দুই সংস্করণেই সর্বোচ্চ। টেস্টে তার সংগ্রহ ১৫, ৯২১ রান এবং ওয়ানডেতে করেছেন ১৮, ৪২৬ রান। একমাত্র ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ সেঞ্চুরির মালিক তিনি।

এছাড়াও ২০২৩-২৪ মৌসুমে সেরা আন্তর্জাতিক ক্রিকেটার হয়ে ‘পলি উমরিগড়’ পুরস্কার জিতেছেন ভারতীয় পেসার জসপ্রিত বুমরাহ। মেয়েদের ক্রিকেটে একই ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন স্মৃতি মান্ধানা। এছাড়া, ২০২৩-২৪ মৌসুমে মেয়েদের ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রহের পুরস্কারও জিতেছেন তিনি।

বুমরাহ গত মাসেই আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন। জুনে ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই পেসার। এছাড়া, ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ে এবং বছরের শেষ দিকে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারতের হয়ে অসাধারণ পারফরম্যান্স করেছিলেন তিনি।

মেয়েদের ক্রিকেটে বর্ষসেরা ওয়ানডে ব্যাটারের পুরস্কার জিতেছেন স্মৃতি মান্ধানা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে ১৪৯ রানের ইনিংসের পর ওয়ানডে সিরিজে ১১৭, ১৩৬ ও ৯০ রান করে নজর কেড়েছেন এই ব্যাটার।

গত ডিসেম্বরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। টেস্টে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ৫৩৭ উইকেট শিকারি এই স্পিনারকে বিশেষ পুরস্কারে সম্মানিত করেছে বিসিসিআই।

এছাড়া, ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্ট ইনিংসে ফিফটি করা সরফরাজ খান পেয়েছেন সেরা আন্তর্জাতিক অভিষেকের পুরস্কার।

সর্বশেষ সংবাদ

সোমালিয়ায় আইএস বিরোধী অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র

সোমালিয়ায় আইএস বিরোধী অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। অভিযানে মৃত্যু হয়েছে জঙ্গি সংগঠনটির বেশ কয়েকজন সদস্যের। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বরাত...

এই বিভাগের অন্যান্য সংবাদ