spot_img

‘খোলামেলা’ লুকে সমুদ্র পাড়ে দেখা গেল মিমিকে

অবশ্যই পরুন

মিমি চক্রবতী যখনই হাতে সময় পান তখনই বেরিয়ে পড়েন ঘুরতে। কাজ, পরিবার আর পোশাক এই তিনটি মিমির জীবনের প্রায়োরিটি হলেও, সেই তালিকার চতুর্থস্থানে রয়েছে বেড়াতে যাওয়া। কারণ হাতে সময় পেলেই ব্যাগ গুছিয়ে ঘুরতে বেরিয়ে পড়েন তিনি। এই মুহূর্তে অবশ্য ছুটি মুডে নয়িকা।

নায়িকার ভক্তরা সবাই মোটামুটি জানেন মিমি ঘুরতে খুবই ভালবাসেন। এবার তিনি গেলেন সমুদ্র সৈকতে বেড়াতে। আর সেখান থেকেই একের পর এক ছবি পোস্ট করেছেন তিনি।

সমুদ্রের পারের পোস্ট করা এসব ছবি দেখে অনেকের মনেই প্রশ্ন, কে তুলে দিচ্ছে নায়িকার এমন সব ছবি। তিনি কোথায় ঘুরতে গিয়েছেন। তা সম্পর্কে অবশ্য কিছু জানা যায়নি।

নিয়ন সবুজ রঙের শর্টস আর ক্রুশে বোনা ব্রালেটে দেখা গেল মিমি চক্রবর্তীকে। যে ছবি দেখে উচ্ছ্বসিত অনুরাগীরাও। টলিপাড়ায় জোর চর্চা মিমি নাকি তাঁর নতুন প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়েছেন।

মিমির কমেন্ট বক্সে বন্ধু পার্নো মিত্রর কমেন্ট অন্তত সেদিকেই ইঙ্গিত করছে। অভিনেত্রীর এবারের ডেস্টিনেশন কী, তাও জানা যায়নি এখনও। তবে তিনি সকলের নজর কাড়ছেন।

মডেল হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন মিমি চক্রবর্তী। তার পর ছোটপর্দায় শুরু হয় ‘গানের ওপারে’ অধ্যায়। সিরিয়ালে নজর কাড়েন মিমি। ২০১২ সালে ‘বাপি বাড়ি যা’ সিনেমার মাধ্যমে বড়পর্দার যাত্রা শুরু করেন মিমি। এর পর আর পিছনে ফিরে তাকাননি টলিউডের অভিনেত্রী।

সর্বশেষ সংবাদ

মিয়ানমারের বিদ্রোহীদের সাহায্য করছে যে ‘তরমুজ‘ গুপ্তচররা

গোপনে গণতন্ত্রপন্থী বিদ্রোহীদের হয়ে কর্মরত গুপ্তচররা এককালে দুর্ধর্ষ বলে পরিচিত মিয়ানমার সেনাবাহিনীতে ফাঁটল ধরাচ্ছে বলে বিবিসি জানতে পেরেছে। মিয়ানমারের মাত্র...

এই বিভাগের অন্যান্য সংবাদ