সিরিয়ার পরিস্থিতি নিয়ে মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে শনিবার সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছেছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শায়বানি।
রোববার তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু অ্যাজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সৌদি আরবের সরকারি বার্তাসংস্থা এসপিএ অনুসারে, আসাদ আল-শায়বানিকে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-খ্রেইজি স্বাগত জানান।
রোববারের এ বৈঠকে তুরস্ক, ইরাক, লেবানন, জর্ডান, মিসর, ব্রিটেন, জার্মানি, ইতালি ও যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিকদের পাশাপাশি উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্যদেরও অংশগ্রহণের কথা রয়েছে।
তুরস্কের কূটনৈতিক সূত্র আনাদোলু অ্যাজেন্সিকে নিশ্চিত করেছে, সিরিয়ার স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলো নিয়ে আলোচনায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানও অংশ নেবেন।