spot_img

চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিবের খেলা নিয়ে যা জানাল বিসিবি

অবশ্যই পরুন

সাকিব আল হাসানকে চ্যাম্পিয়নস ট্রফির দলে রাখা হবে কিনা তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বুধবার (৮ জানুয়ারি) সিলেটে নির্বাচক কমিটির সাথে দু’ দফা আলোচনার পর প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু এ কথা জানান।

তিনি জানান, ‘সাকিবের ব্যাপারে কোনো নির্দেশনা আসেনি। (বোলিং অ্যাকশন) পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি এটা একটু বিস্ময়কর।’

গত ডিসেম্বরের শুরুতে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন সাকিব। কিন্তু সেখানে উত্তীর্ণ হতে পারেননি। লাফবরো বিশ্ববিদ্যালয়ে দেয়া সেই পরীক্ষায় ১৫ ডিগ্রির বেশি কনুই বাঁকানোয় নিষেধাজ্ঞায় পড়েন সাকিব।

এ নিষেধাজ্ঞা থেকে মুক্ত হতে আবারো ভারতের একটি ল্যাবে পরীক্ষা দিয়েছেন এ বাঁ-হাতি স্পিনার। তবে এটির ফলাফল এখনো প্রকাশিত হয়নি।

সর্বশেষ সংবাদ

ভারতীয় জেলেদের নির্যাতনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন: পররাষ্ট্র মন্ত্রণালয়

ভারতীয় জেলেদের ওপর নির্যাতন সংক্রান্ত ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগের বিষয়ে গভীর হতাশা ও তীব্র অসন্তোষ প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।...

এই বিভাগের অন্যান্য সংবাদ