spot_img

বছর শেষেও বাজিমাত আল্লুর ‘পুষ্পা ২’!

অবশ্যই পরুন

মুক্তির পর থেকেই নতুন নতুন দৃষ্টান্ত গড়েছে আল্লু অর্জুনের ‘পুষ্পা-২: দ্য রুল’। প্রথম দিন থেকে বক্স অফিসে আলোড়ন ফেলেছে এই সিনেমাটি। কয়েকটি ভাষায় এ সিনেমা দারুণ ব্যবসা করেছে। ‘পুষ্পা ২’ ছবিটি চতুর্থ সোমবারেও তার গতি অব্যাহত রেখেছে এবং ‘বেবি জন’র চেয়ে বেশি সংগ্রহ করেছে।

‘পুষ্পা ২’ মুক্তির তিন সপ্তাহ পরেও দর্শকদের টানতে থাকে। পদপিষ্ট মামলা এবং অর্জুনের জামিনের শুনানি ঘিরে অতি নাটকীয়তা তৈরি হওয়ার পরেও, ‘পুষ্পা ২’ চতুর্থ সোমবার তার গতি বজায় রেখেছে।

স্যাকনিল্ক ডট কমের এর সর্বশেষ আপডেটে বলা হয়েছে, ‘পুষ্পা ২’ ভারতে ১১৬৩ কোটি রুপির ঘর ছাড়িয়ে গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘পুষ্পা ২’ বক্স অফিসে চতুর্থ সোমবার প্রায় ৬.৬৫ কোটি রুপি আয় করেছে। মোট সংগ্রহ দাঁড়িয়েছে ১১৬৩.৬৫ কোটি রুপি। প্রথম সপ্তাহে ছবিটি আয় করে ৭২৫.৮ কোটি রুপি। দ্বিতীয় সপ্তাহে, পুষ্পা ২ ঘরে তোলে ২৬৪.৮ কোটি রুপি এবং তৃতীয় সপ্তাহে ১২৯.৫ কোটি রুপি আয় করে। সামনে বর্ষবরণের মরশুমে এই আয় আরও বাড়বে বলেই আশা করা যাচ্ছে।

এদিকে ‘বেবি জন’র বক্স অফিস কালেকশন মুক্তির প্রথম সপ্তাহেই নিজের পায়ের তলার মাটি খুঁজে পেতে হিমশিম খাচ্ছে। ছবিটি মিশ্র পর্যালোচনা পেয়েছে এবং ক্রিসমাসের দিন মুক্তির পরে বক্স অফিসের প্রত্যাশা পূরণ করতে সেভাবে পারেনি।

স্যাকনিল্ক ডট কমের সর্বশেষ আপডেট অনুযায়ী, ‘বেবি জন’ মুক্তির ষষ্ঠ দিনে ১.৬১ কোটি রুপি আয় করেছে।

তুলনামূলকভাবে ‘পুষ্পা ২ দ্য রুল’ বক্স অফিসে দাপিয়ে বেড়াচ্ছে, এমনকি তৃতীয় সপ্তাহেও। তবে সামনে বেবি ডনের কাছেও সুযোগ রয়েছে আয় বাড়ানোর। এখন দেখার, বরুণের ছবির দিকে মুখ আদৌ ঘোরায় কি না দর্শক।

সর্বশেষ সংবাদ

৭২ এর সংবিধানকে নতুন করে ঠিক করার কিছু নেই: ড. কামাল হোসেন

৭২ এর সংবিধানকে নতুন করে ঠিক করার কিছু নেই বলে মন্তব্য করেছেন গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন। তিনি...

এই বিভাগের অন্যান্য সংবাদ