spot_img

ভারতের বিপদ বাড়ালো লায়ন-বোল্যান্ড জুটি

অবশ্যই পরুন

টেস্ট ক্রিকেটে ক্ষণে ক্ষণে রং বদলায়- এই কথাটি বেশ প্রচলিত। মেলবোর্নে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার চতুর্থ টেস্ট যেন সেই প্রতিচ্ছবিই দেখাচ্ছে। কখনও অস্ট্রেলিয়া এগিয়ে যাচ্ছে তো, ভারত আবার ম্যাচে ফিরছে। আবার ভারত এগিয়ে যাচ্ছে, কিছুটা পিছিয়ে পড়ছে অজির। এমনই ‍দৃশ্যে শেষ হয়েছে বক্সিং ডে টেস্টের চতুর্থদিন। নিশ্চিতভাবে ম্যাচে এগিয়ে থেকেই দিনটা শেষ করেছে স্বাগতিকরা। যার কৃতিত্ব যাবে দশম উইকেটে লায়ন-বোল্যান্ড জুটির।

ম্যাচের রং বদলানোর দৃশ্য বলা যায়, ভারতের প্রথম ইনিংসের ব্যাট করার সময় থেকে ‍দৃশ্যমান হয়েছে। আরও স্পষ্ট করে বললে সফরকারীদের সাত উইকেট পড়ার পর। ২২১ রানে ৭ উইকেট হারানো ভারত মনে হয়েছিল ফলোঅন এড়াতে পারবে না। এরপর ওয়াশিংটন ‍সুন্দর আর নিতীশ রেড্ডির ব্যাটে দারুণ কামব্যাক। সুন্দরের অর্ধশতক আর রেড্ডির প্রথম সেঞ্চুরিতে ১০৫ রানে পিছিয়ে থেকে শেষ হয় ভারতের ইনিংস।

এবার দ্বিতীয় ইনিংসে ব্যাটে নামা অস্ট্রেলিয়াকে চেপে ধরে ভারতের বোলাররা। বিশেষ করে বুমরাহ ও সিরাজ। তাদের বোলিং তোপে ৯১ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। লিড ছিল ১৯৬। বুমরাহ-সিরাজরা বোলিংয়ে যে আগুন ঝরিয়েছিলেন মনে হচ্ছিল অল্প রানে লক্ষ্য পাবেন রোহিত শর্মারা।

তবে ক্যাচ মিসের মহড়ায় অজিদের সেই ক্ষত কিছুটা হলেও সারিয়ে দেন মারনাস লাবুশানে ও কামিন্স। এই ‍জুটি ভেঙে ১৭৩ রানেই ৯ উইকেট তুলে নিয়ে আবার ম্যাচে ফেরার বার্তা দেয় ভারত। তখন অজিদের লিড ২৭৮! এরপর যেন পাল্টে যায় ইনিংসের প্রেক্ষাপট। দশম উইকেট জুটিতে নাথান লায়ন ও স্কট বোল্যান্ড নাচিয়ে ছেড়েছেন ভারতের বোলিং আক্রমণকে। অবিচ্ছিন্ন ৫৫ রানের ‍জুটিতে দিন শেষ করেছে লায়ন-বোল্যান্ড। ২২৮/৯ রানে দিন শেষ করা অজিদের লিড দাঁড়িয়েছে ৩৩৩।

দশম উইকেট–জুটিতে লায়ন ও স্কট বোল্যান্ড রোহিত শর্মার দলকে যন্ত্রণাই দিয়েছে বলা যায়। বুমরাহ, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপরা দুজনের কাউকে আউট তো করতে পারেনইনি, উল্টো রানও বের হয়ে গেছে অনেক।

অপরাজিত থেকে মাঠ ছেড়ে যাওয়া লায়ন–বোল্যান্ড জুটি ১৭.৫ বল টিকে থেকে যোগ করেছে ৫৫ রান। দিনের শেষ ওভারে বুমরাকে দুটি চার মারা লায়ন অপরাজিত ৫৪ বলে ৪১ রানে। অপরপ্রান্তে থাকা বোল্যান্ড রান করেছেন মাত্র ১০, কিন্তু খেলেছেন মূল্যবান ৬৫ বল।

অস্ট্রেলিয়া আগামীকাল সকালে কোনো রান না করলেও এমসিজির রেকর্ড রান তাড়া করতে হবে রোহিত–কোহলিদের। মেলবোর্নে চতুর্থ ইনিংসে কোনো দল সর্বোচ্চ তাড়া করতে পেরেছে ৩৩২ রান, ১৯২৮ সালে ইংল্যান্ড।

সর্বশেষ সংবাদ

‘শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে এই মুহূর্তে ভারতের নতুন কিছু বলার নেই’

শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার অনুরোধের বিষয়ে এই মুহূর্তে ভারতের নতুন করে কিছু বলার নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র...

এই বিভাগের অন্যান্য সংবাদ