spot_img

মদ্যপান ইস্যুতে মুখ খুললেন আমির

অবশ্যই পরুন

অভিনেতা-অভিনেত্রীদের জীবন নিয়ে চর্চা সবসময়ই চলতে থাকে। তবে তাঁদের কিছু বিষয় মানুষের অজানা। আমির খানের যে কিছু বদভ্যাস ছিল, তা কি জানেন? যার মধ্যে একটি হলো ধূমপান। একটা সময় তাঁর জীবন এতটাই বাঁধনহীন হয়ে পড়েছিল, যে তিনি নিজেকে আয়ত্তে আনতে পারছিলেন না। ‘তারে জমিন পার’ খ্যাত অভিনেতা বলেছেন, তিনি যখন কোনও ছবিতে কাজ করেন, একমাত্র তখনই তিনি নিয়ম-কানুনের ধার ধারেন। সম্প্রতি, একটি সাক্ষাৎকারে আমির মুখোমুখি হয়েছিলেন অভিনেতা নানা পাটেকরের। যেখানে তাঁকে বলতে শোনা যায়, সিনেমা তাঁর জীবনধারণের ওষুধ।

শুধু তাই নয়, আমির নিজেকে ‘নিয়ম-শৃঙ্খলাহীন’ হিসাবেও বর্ণনা করেছিলেন। পাশে বসে থাকা নানা পাটেকর জিজ্ঞাসা করেন, তিনি তাঁর সিনেমার শুটিংয়ের জন্য সময়মতো উপস্থিত হন কি না? অভিনেতা একগাল হেসে জবাব দেন, ‘হ্যাঁ সেটা হই। সিনেমার ক্ষেত্রে আমি শৃঙ্খলাহীন নই। তবে আমি জীবনের প্রতি ক্ষেত্রে সবটা মেনে চলতে পারি না।’

তিনি তাঁর কিছু খারাপ অভ্যাসের কথাও উল্লেখ করেছেন। বলেন, ‘আমি একটা সময় টানা ধূমপান করতাম। এমনকী, মদ্যপানও করতাম। এখন মদ্যপান একেবারেই ছেড়ে দিয়েছি। যখন মদ্যপান করতাম, তখন আমি সারারাত টানা খেয়ে যেতাম।’

নিজেকে একজন ‘চরমপন্থী’ বলে অভিহিত করে আমির বলেছেন, ‘সমস্যা হল আমি একজন চরমপন্থী মানুষ, আমি যা করেছি সেটা চালিয়েই গিয়েছি। এটা যে ভালো কাজ নয়, সেটা বুঝতে পারি। ভুল করছি অনুভব করি। কিন্তু, আমি নিজেকে আটকাতে পারি না।’

তবে অভিনেতা বলেন, যখন তিনি একটি সিনেমায় কাজ শুরু করেন তখন সব নিয়মের পরিবর্তন হয়ে যায়। তাই নানা পাটেকর তাঁঁকে পরামর্শ দিয়েছিলেন অভিনেতাকে সিনেমা তৈরির কাজ চালিয়ে যেতে হবে। ‘দঙ্গল’ অভিনেতার প্রতিক্রিয়া, ‘আমি ভেবেছিলাম যে আমি এখন বছরে একটি মাত্র ছবি করব, অথবা তিন বছরে একটি ছবি করব।’

সর্বশেষ সংবাদ

আয়াতুল কুরসি পাঠের বিশেষ ফজিলত

পবিত্র কুরআনের দ্বিতীয় সুরা বাকারায় প্রসিদ্ধ একটি আয়াত রয়েছে। এটি হলো সুরাটির ২৫৫ নম্বর আয়াত। যা আয়াতুল কুরসি নামে...

এই বিভাগের অন্যান্য সংবাদ