spot_img

নির্বাচনকে স্বাগত, গুমের ঘটনায় ন্যায়বিচারের আহ্বান যুক্তরাষ্ট্রের

অবশ্যই পরুন

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস সম্প্রতি জানিয়েছেন, ২০২৫ সালের শেষ অথবা ২০২৬ সালের প্রথমার্ধে দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তার এই ঘোষণার পর, মার্কিন পররাষ্ট্র দপ্তর এই নির্বাচনের প্রস্তুতিকে স্বাগত জানিয়েছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে।

১৮ ডিসেম্বর অনুষ্ঠিত মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের নির্বাচন সংক্রান্ত প্রশ্নের উত্তরে উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নির্বাচন আয়োজনের ঘোষণাকে আমরা স্বাগত জানাচ্ছি। এতে জনগণের নেতৃত্ব বাছাইয়ের সুযোগ সৃষ্টি হবে। আমরা নির্বাচনী প্রক্রিয়ায় আইনের শাসন এবং গণতান্ত্রিক মূলনীতির বাস্তবায়নকে উৎসাহিত করছি।’

এছাড়া, গুমের ঘটনায় যুক্তরাষ্ট্রের উদ্বেগ এবং এ বিষয়ে নেওয়া পদক্ষেপের বিষয়ে এক প্রশ্নের উত্তরে প্যাটেল বলেন, বাংলাদেশে গত দুই দশকে শত শত মানুষ গুমের শিকার হয়েছে, যা মানবাধিকারের চরম লঙ্ঘন। এ ধরনের ঘটনা ভুক্তভোগীদের পরিবারগুলোর জন্য মানসিক যন্ত্রণার কারণ হয়েছে। আমরা গুমের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার নিশ্চিত করতে স্বচ্ছ বিচার প্রক্রিয়ার আহ্বান জানাই।

সর্বশেষ সংবাদ

রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা নিয়ন্ত্রণ ও বিচার বিভাগ বিকেন্দ্রীকরণে দলগুলো একমত

রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতার অপব্যবহার নিয়ন্ত্রণে সংবিধানের ৪৯ অনুচ্ছেদ সংশোধনে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছে। তবে কী আইন বা নীতি...

এই বিভাগের অন্যান্য সংবাদ