ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে নিয়মিত হামলা করছেন রুশ সেনারা। জানা গেছে, তাদের সঙ্গে হামলায় অংশ নিয়েছে উত্তর কোরিয়ার সেনারা। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও এমন দাবি করেছেন। খবর দ্য গার্ডিয়ানের।
শনিবার জেলেনস্কি বলেছেন, রাশিয়ার কুরস্ক অঞ্চল দখলে রাখতে লড়াইরত ইউক্রেনীয় সেনাদের ওপর হামলায় রুশ বাহিনীর সঙ্গে প্রথমবারের মতো উত্তর কোরিয়ার সেনারা অংশ নিয়েছেন।
এক ভাষণে জেলেনস্কি দাবি করেছেন, উত্তর কোরীয় সেনাদের অন্যান্য যুদ্ধক্ষেত্রেও ব্যবহার করা হতে পারে। তবে এখন পর্যন্ত উত্তর কোরিয়ার সেনারা ইউক্রেনের ভূখণ্ডে প্রবেশ করতে পারেনি বলে জানান তিনি।
এদিকে রোববার রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, তারা রাতভর রাশিয়ার ১৩টি ড্রোন ভূপাতিত করেছে। বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রুশ সীমান্তবর্তী অঙ্গল কুরস্ক এবং বেলগোরদে ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, এ যুদ্ধে উত্তর কোরিয় সেনাদের সক্রিয় অংশগ্রহণ নতুন উত্তেজনা তৈরি করেছে। এ অবস্থায় কিয়েভের প্রতি পশ্চিমা মিত্রদেশগুলোর নতুন করে জোরাল সমর্থন কামনা করেন তিনি। বলেন, এ নিয়ে আগামী সপ্তাহে তিনি ইউরোপীয় অংশীদারদের সঙ্গে আলোচনা করবেন।
ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের কর্মকর্তা আন্দ্রি কোভালেঙ্কো দাবি করেছেন, যুদ্ধে উত্তর কোরীয় সেনাদের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট কোনো হিসাব দেননি তিনি।
ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ে রুশ বাহিনীর সঙ্গে উত্তর কোরিয় সেনাদের অংশগ্রহণ করার এ খবর স্বীকার বা অস্বীকার, কোনোটিই করেনি রাশিয়া।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত সেখানে যুদ্ধ বন্ধের কোন লক্ষণ নেই। উল্টো সেখানে সংঘাত বেড়েছে।