spot_img

অস্বাভাবিক ঋণের বোঝা অন্তর্বর্তী সরকারকে টানতে হচ্ছে: সৈয়দা রিজওয়ানা

অবশ্যই পরুন

বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিগত সরকারের রেখে যাওয়া অসম চুক্তি ও অস্বাভাবিক ঋণের বোঝা অন্তর্বর্তী সরকারকে টানতে হচ্ছে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। অন্যদিকে, জ্বালানি খাতে আওয়ামী লীগ সরকার যে দুর্নীতির সুযোগ করে দিয়েছিল তা রোধে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

আজ বুধবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর বিয়াম অডিটরিয়ামে তিন দিনব্যাপী দ্বিতীয় বাংলাদেশ জ্বালানি সমৃদ্ধি ২০৫০-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের দুই গুরুত্বপূর্ণ উপদেষ্টা।

এসময় নবায়নযোগ্য জ্বালানি বাস্তবায়নে জমি বরাদ্দের বিষয়ে সংশ্লিষ্টদের আন্তরিক হওয়ার তাগিদ দেন জ্বালানি উপদেষ্টা। পাশাপাশি শতভাগ নবায়নযোগ্য জ্বালানি সক্ষমতা বাড়াতে সরকার আন্তরিক বলেও জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে আলোচকরা বলেন, বিদ্যুৎ খাতে বিগতদিনগুলোতে কোনো সিদ্ধান্ত পরিকল্পনার ওপর তৈরি হয়নি। বিদ্যুৎ ও জ্বালানিখাতে ক্ষমতার বিকেন্দ্রীকরণের দাবি জানান তারা।

পরে জ্বালানিখাত থেকে দীর্ঘমেয়াদী ফল পেতে বর্তমান সরকার কাজ করছে জানিয়ে সাধারণ গ্রাহকদের বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দেন উপদেষ্টা রিজওয়ানা হাসান।

সর্বশেষ সংবাদ

চীন সফরে যাওয়ার ঘোষণা শ্রীলংকার প্রেসিডেন্টের

আগামী বছরের জানুয়ারিতে চীন সফরে যাবেন শ্রীলংকার নতুন প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে। দীর্ঘ বিলম্বিত বিদেশি ঋণ কাঠামো পুনর্বিন্যাস শেষে...

এই বিভাগের অন্যান্য সংবাদ